উত্তরবঙ্গে পর্যটনের নতুন দিগন্ত: মাটিগাড়া–নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে পর্যটনের নতুন দিগন্ত: মাটিগাড়া–নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন তিনি। সেই লক্ষ্যেই এবার উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। শুক্রবার মাটিগাড়া–নকশালবাড়ি এলাকায় এই মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিকে কেন্দ্র করেই শুরু হয়েছে তাঁর উত্তরবঙ্গ সফর।
দীঘায় জগন্নাথ মন্দির এবং কলকাতার নিউ টাউনে দুর্গা অঙ্গনের পর এবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া–নকশালবাড়িতে মহাকাল মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে চলছে জোর প্রস্তুতি। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় কার্যত সাজো সাজো রব।
প্রায় ১৮ একর জমির ওপর এই মহাকাল মন্দির নির্মাণ করা হবে। মন্দির নির্মাণের দায়িত্বে থাকছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO)। পাশাপাশি জেলা স্তরের একাধিক দফতর ও পূর্ত দফতরও এই প্রকল্পে যুক্ত থাকবে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলা থেকেই জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন চেম্বার অফ কমার্স এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার বিকেল চারটে নাগাদ মাটিগাড়ায় শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন জলপাইগুড়ির উদ্দেশে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত থাকতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে ১৮ একর জমিতে গড়ে ওঠা এই মহাকাল মন্দিরে একসঙ্গে প্রায় এক লক্ষ পূণ্যার্থী সমাগম করতে পারবেন। পর্যটন ও ধর্মীয় গুরুত্বের দিক থেকে এই মন্দির উত্তরবঙ্গের জন্য একটি বড় সংযোজন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top