মালদা – ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মালদহর বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায়। সোমবার ভোরে পুরনো মালদা বাইপাসের কাছে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ট্রাকের চালক ও খালাসির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থেকে গাজলের দিকে যাচ্ছিল ট্রাকটি, আর বিপরীত দিক থেকে আসছিল ডাম্পারটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালক ও খালাসির।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মালদহ থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবারই ধুপগুড়ি মহকুমার কালীরহাট সংলগ্ন বীনাপানি এলাকায় ঘটেছিল হৃদয়বিদারক ঘটনা। রেশন আনতে গিয়ে প্রাণ হারালেন ৮৬ বছরের বৃদ্ধ দ্বিজেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে, সকাল ৯টার দিকে রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল ও টোটোর মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন বৃদ্ধ।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
উত্তরবঙ্গের একের পর এক দুর্ঘটনা এখন উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। রাস্তার অব্যবস্থা ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।




















