রাজ্য – উত্তরে কুয়াশার দাপট আর দক্ষিণে শীতের ক্রমবর্ধমান আমেজ—এভাবেই সপ্তাহজুড়ে আবহাওয়ার মেজাজ থাকছে পশ্চিমবঙ্গে। রবিবারের শীতের স্পেলে বড় কোনও পরিবর্তন দেখা না গেলেও নিম্নচাপ বা ঝঞ্ঝার বাধা না থাকায় অবাধে বইছে উত্তর-পশ্চিম দিকের শীতল হাওয়া। ফলে পরবর্তী ২-৩ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, উইকেন্ড পার করেই সোমবার থেকে ধাপে ধাপে আরও নেমে যাবে পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে দশ ডিগ্রির কাছাকাছি। ডিসেম্বরের শুরুতেই মিলবে জমাট শীতের স্বাদ—এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালবেলা থাকতে পারে হালকা কুয়াশা, দুপুরের পর আকাশ একেবারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে উত্তরবঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়বে আরও। দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ২০০ মিটারে, যা যান চলাচলে সামান্য প্রভাব ফেলতে পারে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের কোনও প্রান্তেই। পুরো সপ্তাহজুড়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।




















