উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালক অধিকর্তাকে ঘিরে বিক্ষোভ

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালক অধিকর্তাকে ঘিরে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালক অধিকর্তাকে ঘিরে বিক্ষোভ। বাস পরিষেবা না পেয়ে একাধিক বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দরা। অভিযোগ রাস্তা চওড়া করা হলেও নবনির্মিত সরকারি বাস ডিপোতে বাস আসছে না। সেই অভিযোগ তুলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালক অধিকর্তার গাড়ি আটকে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ অবস্থান করলো একদল যুবকেরা। সোমবার দুপুরের মালদহের চাঁচল থানার কলিগ্রাম এনবিএসটিসি ডিপোর ঘটনা।

 

ঘটনায় উতপ্ত হয়ে উঠে বাস ডিপো চত্বর এলাকা। বাস ডিপো দ্রুত পরিষেবার চালুর দাবীতে বিক্ষোভ স্থানীয় যুবকদের। বিক্ষোভকারীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে ডিপো নির্মাণ করেছেন, নির্মানের প্রায় একবছর পেরিয়েছে, তবুও সচল নেই ডিপো। ডিপোর চালুর দাবি এই বিক্ষোভ। যদিও এদিন ওই বিক্ষোভ নিয়ে চাঁচলের বিধায়ক উল্টো সুর ছড়িয়েছে।

আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার

তিনি বলেন, যারা বিক্ষোভ করেছেন এরা তৃণমূলের কেউ না। দলকে না জানিয়ে কর্মসূচী নেওয়া হয়েছে। পুরনো বাস ডিপোর জমি যে ক্রয় করেছেন তারই কিছু কর্মচারীদের দিয়ে দলের নাম ভাঙিয়ে ঘেরাও ও বিক্ষোভ করেছেন। দলকে বদনাম করার জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে।আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। যদিও বিক্ষোভকারী গোলাম আসফাকের অভিযোগ, বিধায়কের কথামতোই কিছু জমি মাফিয়া কলিগ্রামের ডিপো চালু হতে দিচ্ছে না।

 

এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালক অধিকর্তা প্রীতম পিপলাই জানান, আমি বিক্ষোভের মুখে পড়িনি। যারা বাস পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন, তারা কেউ আমার সাথে কথা বলেনি ও লিখিত ভাবে জানায়নি। লিখিত ভাবে জানালে তা খতিয়ে দেখে আলোচনা করা হবে। যত তাড়াতাড়ি হয় আমরা বাস পরিষেবা চালু করব জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top