উত্তরবঙ্গ সফরে ভাষা আন্দোলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরে ভাষা আন্দোলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভাষা আন্দোলনের মঞ্চে নামতে চলেছেন। সূত্রের খবর, চলতি মাসের ১৭ থেকে ২১ আগস্টের মধ্যে উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। এই সফরে শিলিগুড়িতে মিছিলের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার প্রতিবাদ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের পরিস্থিতি কিছুটা উন্নত হলে পাহাড়েও যেতে পারেন তিনি। পাশাপাশি কোচবিহার সফরেরও পরিকল্পনা রয়েছে তাঁর।

উত্তরবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক জমি মজবুত করতে চাইছে শাসক দল। গত নির্বাচনে এই অঞ্চলে বিজেপির ফল ভালো হওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেখানে লক্ষ্য স্থির করেছেন। তাই মুখ্যমন্ত্রীও উত্তরবঙ্গ সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ভিনরাজ্যে বিশেষত অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিতে পারেন তিনি। কারণ এই অঞ্চল থেকেও বহু শ্রমিক জীবিকার জন্য ভিন রাজ্যে পাড়ি দেন।

উত্তরবঙ্গ সফরের আগে চলতি সপ্তাহে ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছরের মতো এবারও আদিবাসী দিবসের সূচনা করবেন তিনি। যদিও এ বছর ৭ আগস্ট উদ্বোধনের পর ঝাড়গ্রাম ছেড়ে ফিরবেন মুখ্যমন্ত্রী। চার দিনব্যাপী এই উৎসবে ভাষা আন্দোলনের বার্তাও পৌঁছে দেবেন তিনি বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top