উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী!

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি উপস্থিত থাকবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত ‘সিনার্জি’ অনুষ্ঠানে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সম্মেলনের মূল লক্ষ্য উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা।চা শিল্প, পর্যটন, হস্তশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এই আলোচনার মূল বিষয় হতে চলেছে। মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে সরাসরি কথা বলবেন, শুনবেন তাঁদের প্রস্তাব ও সমস্যার কথা। এই মঞ্চ থেকেই ভবিষ্যতের শিল্প পরিকল্পনার রূপরেখাও উপস্থাপন করা হবে।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিলিগুড়ি সহ আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী অংশ নেবেন সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বাসিন্দাদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরা হবে এই মঞ্চে। একইসঙ্গে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে একাধিক নতুন প্রকল্পের।সফরের তৃতীয় দিন, বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। এতে উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মালদা ও দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেবেন এই বৈঠকে। এই তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী ‘কন্যাশ্রী’ ভবনে অবস্থান করবেন।সফর সফল করতে প্রশাসন ও দলীয় স্তরে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বারাইক ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ফুলবাড়ি পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে উত্তরের জেলাগুলিতে বাড়ছে উত্তেজনা ও উৎসাহ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top