উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধনে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ২৮তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এবারের জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল ময়দানে।

 

মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও প্রশাসনিক আধিকারিকরা, রায়গঞ্জ করোনেসন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি মহাশয়। ছিলেন জেলা তথ্য আধিকারিক অভিজিৎ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, বিধায়ক সৌমেন রায় সহ রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেশনের সদস্যরা।অনুষ্ঠানে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন ,এক একটা স্টল চার হাজার টাকা করে আমরা বরাদ্দ করেছি।

আরও পড়ুন –  ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া

আমরা নটি পাবলিশার এবং যারা সংগঠনের সাথে যুক্ত সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের সবকটি জেলাতেই বইমেলা করা হবে। আগামী তিন মাস যাবত চলবে এই বইমেলা। সরকার উদার হাতে এই অর্থ তার দপ্তর থেকে বন্টন করছে। বই ক্রেতাদের মেলা অনুগামী করতে বাস চালানোর কথা বলেন। তিনি বলেন আপনারা ঠিক করুন কি করে বিকেল বেলায় আসবে এবং তারা কষ্ট করে রাত্রে যাবেন? প্রশাসনিক মাধ্যমে জেলার যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, পৌরসভায় যারা আছেন আমি একান্ত অনুরোধ করছি।

 

অভিভাবকদের উদ্দেশ্যে বলেন ,বইমেলাকে কেন্দ্র করে ছেলেমেয়েদের হাতে পাঁচ দশ হাজার টাকা গুঁজে দিন, যে বইমেলা হচ্ছে তোমরা এই বই কেন তোমাদের মনের মতন বই কিনে তোমার ভবিষ্যতকে তৈরি করো। বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার ধর্ম নিরপেক্ষতা সকলের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি। বইমেলা আজকে শুরু চলবে প্রায় ছয় দিন। আসুন বই কিনুন নিজের পরিবারকে নিজের কচিকাঁচার জন্য, বাচ্চা অথবা যারা কলেজ স্কুলে পড়ছে তাদের মনমতো খোরাক উপহার দিন। বইমেলার উদ্বোধনে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top