দিল্লী – উত্তর দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলে মঙ্গলবার দুপুরে একটি গুদামে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র অনুযায়ী, দুপুর সোয়া বারোটার কিছু পরে এই অগ্নিকাণ্ডের বিষয়ে দিল্লি ফায়ার সার্ভিসে একটি ফোন আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বিভাগের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পুলিশও তৎপরতার সঙ্গে দশটি গাড়ি পাঠিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
দমকল ও পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কারো আহত হওয়ার খবর নেই, যা স্বস্তির বিষয়। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গুদামে ঠিক কী ধরণের দ্রব্য মজুত ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গুদামের আশপাশে কর্মরত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আগুনের সূত্রপাত কোথা থেকে তা বোঝার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত, সে নিয়েও প্রশাসন পর্যালোচনার প্রক্রিয়া শুরু করেছে।
দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে তদন্ত এখনও জারি রয়েছে এবং শীঘ্রই ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ঘটনার ফলে ফের একবার গুদাম ও শিল্পাঞ্চলে অগ্নিনিরাপত্তার প্রশ্ন সামনে উঠে এসেছে।
