রাজ্য – কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার তীব্রতা, যার কারণে শীতের আমেজও কমছে। ডিসেম্বরের শেষ লগ্নে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রার পারদ কিছুটা চড়েছে। কলকাতায় শনিবার তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়, যা বিগত কয়েকদিনের ১৭ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। তবে বড়দিনের আগে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে, যদিও জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার আশঙ্কা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে শীত ফিরছে, তাই বড়দিনে হালকা শিরশিরে ঠাণ্ডা অনুভূত হবে। আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচদিনে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা নেই, তবে কিছু দিন পর থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা থাকতে পারে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলে শীতল বাতাস বাংলায় প্রবেশ করবে এবং তাপমাত্রা আরও নামতে পারে। দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
রাত ও ভোরে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফলে রোদের মধ্যে গরম অনুভূত হবে। সামান্য পারদের ওঠানামা তাপমাত্রার অনুভূতিতে পরিবর্তন আনবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট বজায় থাকবে।




















