রাজ্য – কয়েক দিনের বিরতির পর আজ সকালে ঝকঝকে রোদ দেখা গেলেও স্বস্তির কোনো খবর নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দুই বঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে অবস্থানকারী নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম অংশের দিকে এগিয়ে আসবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মেদিনীপুর, বাঁকুড়া এবং অন্যান্য উপকূলীয় জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় অস্বস্তি অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির এই ধারা চলবে।
