উত্তর প্রদেশ থেকে গ্রেফতার মাদক পাচার চক্রের মূল পান্ডা দেবেন্দ্র আহুজারের ছয় দিনের জেল হেফাজত। মালদহে মাদক পাচার চক্রের মূল পান্ডা উত্তরপ্রদেশের আগ্রার দেবেন্দ্র আহুজাকে গ্রেফতার করে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে মালদার কালিয়াচক থানার পুলিশ। পুরনো একটি ফেনসিডিল পাচার চক্রের ঘটনার তদন্তে নেমে গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আগ্রা আদালতের মাধ্যমে অভিযুক্ত কে মালদয় নিয়ে আসা হয়।
সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। জেলা আদালত ধৃতের ছয় দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত আগস্ট মাসের ১২ তারিখে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকা থেকে অলোক মন্ডল নামে এক ফেনসিল পাচারকারীকে গ্রেফতার করে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় এক হাজার ৬৪৬ টি দো কাপ সিরাপ কোডাইনের বোতল।
অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কালিয়াচক থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশের অভিযুক্ত যুবকের নাম জানতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের উপযুক্ত যুবকের নাম দেবেন্দ্র আহুজা বাড়ি উত্তর প্রদেশের আগ্রা জেলায়। অভিযোগ ,এই অভিযুক্ত উত্তর প্রদেশের বাসিন্দার কাছ থেকেই ফেনসিডিল মালদহে আসত। এখান থেকেই ফেনসিডিল বাংলাদেশ পাচার করা হতো।
উল্লেখ্য, মালদহে মাদক পাচার চক্রের মূল পান্ডা উত্তরপ্রদেশের আগ্রার দেবেন্দ্র আহুজাকে গ্রেফতার করে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে মালদার কালিয়াচক থানার পুলিশ। পুরনো একটি ফেনসিডিল পাচার চক্রের ঘটনার তদন্তে নেমে গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আগ্রা আদালতের মাধ্যমে অভিযুক্ত কে মালদয় নিয়ে আসা হয়। সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। জেলা আদালত ধৃতের ছয় দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।