নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১৬ ই জুন :উত্তর বঙ্গে আজ প্রবেশ করলো বর্ষা ।আজ আলিপুর দুয়ার ও জলপাইগুড়ি র উপরে মৌসুমী বায়ু ঢুকেছে ।র সিকিম এ ও পুরাটা ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টা উত্তর বঙ্গে সব যায় গায় ভারী থেকে অতি ভারী বৃষ্ঠি হবে। আগামী ২৪ ঘন্টাতে কলকাতা ও দক্ষিণ বঙ্গে গরম ও আদ্রতা জনিত অস্বস্থি থাকবে। কলকাতা তে তাপমাত্রা ৩৭ কাছাকাছি থাকবে।দক্ষিণ বঙ্গে আজ ও কাল পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম , দক্ষিণ ২৪ পরগনা তাপপ্রবাহ সতর্কতা । বৃষ্ঠি হতে পারে আজ বীরভূম,নদিয়া,দুই মেদিনীপুর,মুর্শিদাবাদ এ হালকা। আগামী কাল বৃষ্ঠি হতে পারে বিক্ষিপ্ত ভাবে দক্ষিণ বঙ্গে। দক্ষিণ বঙ্গে বর্ষা কবে বলা যাচ্ছেনা ,তবে ৪ -৫ দিনে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হতে পারে তখন বলা যাবে কবে বর্ষা ঢুকবে দক্ষিণ বঙ্গে*।
উত্তর বঙ্গে আজ প্রবেশ করলো বর্ষা
উত্তর বঙ্গে আজ প্রবেশ করলো বর্ষা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram