উত্তর 24 পরগণা – আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলাতে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে তৎপরতায়। মোট ৩৩টি বিধানসভা আসন নিয়ে এই জেলা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার ১৪টি আসনসহ জেলার সবকটিতেই দলের জয় নিশ্চিত করতে হবে।
গুরুত্বপূর্ণ বৈঠক ও কৌশল নির্ধারণ
সোমবার দমদম-বারাকপুর ও বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বিধানসভাভিত্তিক সংগঠনের দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, খুব শিগগিরই ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করা হবে। তার আগে বিধায়কদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে।
ভাটপাড়া আসন নিয়ে তৃণমূলের বিশেষ নজর
দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার ১৪টি আসনের মধ্যে ১৩টিতেই বর্তমানে তৃণমূলের দখল। একমাত্র ভাটপাড়া আসনটি রয়েছে বিজেপির হাতে। অভিষেক স্পষ্টভাবে বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে এই আসনটিও জোড়াফুলের দখলে আনতেই হবে। বৈঠকে অভিষেক প্রশ্ন তোলেন —
“কেন শুধুমাত্র ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে থাকবে?”
তিনি নেতাদের নির্দেশ দেন, ভাটপাড়াসহ কয়েকটি আসনে সাংগঠনিক রদবদল ঘটিয়ে শক্ত ভিত তৈরি করতে হবে।
বনগাঁ সাংগঠনিক জেলায় মতুয়া ভোটের সমীকরণ
বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে মতুয়া ভোটের প্রসঙ্গও গুরুত্ব পায়। কেন মতুয়া সম্প্রদায়ের মানুষ সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেই প্রশ্ন ওঠে অভিষেকের সামনে। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের কারণ খতিয়ে দেখতে হয় জেলা নেতৃত্বকে।
দুর্বল আসনগুলোতে বিশেষ নজরদারি
বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা বিধানসভা আসনগুলোতে তৃণমূলের সংগঠন শক্তিশালী নয় বলে জানা গেছে। এসব দুর্বল জায়গায় বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন অভিষেক।
অভিষেকের কঠোর বার্তা
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে সতর্ক করেছেন,
“দলের স্বার্থে কাজ করতে হবে। যে কেউ মতপার্থক্য তৈরি করবেন বা দলীয় ক্ষতি করবেন, তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।”
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে, উত্তর ২৪ পরগনার সব ৩৩টি আসনে জয়ের জন্য সাংগঠনিক শক্তি বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।
