নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা ,৭ জুলাই :-▪আবারো লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে কার্যকরী হতে পারে আগামী ১৪ দিনের লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় এমন সিদ্ধান্ত মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিধান নগর, বসিরহাট , বারাসাত এবং বনগাঁ তে সম্পূর্ণ লকডাউন হওয়ার সম্ভাবনা। জেলাশাসকের পক্ষ থেকে নবান্নে এমনই এক প্রস্তাব পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।মনে করা হচ্ছে শপিং মল, দোকান , বাজার, পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ হতে পারে। আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় স্থগিত হতে পারে, এমন কি অফিস ও কারখানায় কর্মীদের হাজিরার সংখ্যাও কমানো হতে পারে। দুই ২৪ পরগনা, কলকাতা , হাওড়া তে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।সেই বিষয়ের দিকে নজর রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর।যদিও নবান্ন থেকে এখনো কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।