মালদ্বীপের সৈকতে উত্তেজক পোশাকে ধরা দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের বান্ধবী দিশা পারমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাহুল বৈদ্য। শুক্রবার মুম্বইতে বসে বিয়ের আসর। নিয়ম রীতি মেনে বিয়ের পর ১৬ জুলাই রাতেই দিশা, রাহুলের রিসেপশনের আসর বসে।
যেখানে এক্কেবারে অন্যরকম লুকে ধরা পড়েন টেলি অভিনেত্রী দিশা পারমার রাহুল বৈদ্য, দিশা পারমারের রিসেপশনে টেলি টাউনের একাধিক তারকা হাজির হন। অ্যালি গনি, জ্যাসমিন ভাসিনরা যেমন রাহুল, দিশার বিয়ের আসরেও ছিলেন, তেমনি রিসেপশনেও তাঁদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, সানা মকবুল, বিশাল আদিত্য, অনুষ্কা সেন, মিকা সিংদের দেখা যায় রাহুল, দিশার রিসেপশনের আসরে।
গত ২৬ জুলাই সাতপাকে বাঁধা পড়েন রাহুল বৈদ্য এবং দিশা পরমার। বিয়ের দু’মাস পর মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন রাহুল-দিশা। মালদ্বীপের সৈকতে হট অবতারে ধরা দিলেন দিশা। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে ইনস্টাগ্রামে। মালদ্বীপের সৈকতে গোলাপী রঙের বিকিনি, হাল্টার নেক প্রিন্টেড বিকিনি টপে দেখা গেল অভিনেত্রী দিশা পারমারকে।
বুধবারই মালদ্বীপে উড়ে যান রাহুল বৈদ্য ও দিশা পারমার। বিয়ের দু’মাস পর সেখানেই মধুচন্দ্রিমা কাটাচ্ছেন তাঁরা। ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছিল রাহুল বৈদ্যর জন্মদিন।
৩৪-এর জন্মদিনটা মালদ্বীপে স্ত্রী দিশা পারমারের সঙ্গেই সেলিব্রেট করেছেন রাহুল। রাহুলের জন্মদিনে দিশা লেখেন, ”আমার জীবনের জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমি সৌভাগ্যবান যে তোমায় পেয়েছি।” মালদ্বীপের পাঁচতারা হোটেল কান্দিমায় উঠেছেন রাহুল বৈদ্য ও দিশা পারমার।
হোটেলের সুইমিং পুলে ‘ফ্লোয়েটিং ব্রেকফাস্ট’-এ মজলেন দিশা। মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে রোম্যান্টিক মুহূর্তে রাহুল বৈদ্য এবং দিশা পরমার, সৈকতে একান্ত মুহূর্তে রাহুলের গালে চুম্বন এঁকে দিলেন দিশা।জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়-২’তে অভিনয় করছেন অভিনেত্রী দিশা পারমার। মালদ্বীপের সৈকতে গোলাপী রঙের বিকিনি, হাল্টার নেক প্রিন্টেড বিকিনি টপে দেখা গেল অভিনেত্রী দিশা পারমারকে।
আর ও পড়ুন সৌরভের বায়োপিকে কে অভিনয় করবেন ? চড়ছে জল্পনা
উল্লেখ্য গত ২৬ জুলাই সাতপাকে বাঁধা পড়েন রাহুল বৈদ্য এবং দিশা পরমার। দীর্ঘদিনের বান্ধবী দিশা পারমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাহুল বৈদ্য। শুক্রবার মুম্বইতে বসে বিয়ের আসর। নিয়ম রীতি মেনে বিয়ের পর ১৬ জুলাই রাতেই দিশা, রাহুলের রিসেপশনের আসর বসে।
যেখানে এক্কেবারে অন্যরকম লুকে ধরা পড়েন টেলি অভিনেত্রী দিশা পারমার রাহুল বৈদ্য, দিশা পারমারের রিসেপশনে টেলি টাউনের একাধিক তারকা হাজির হন। অ্যালি গনি, জ্যাসমিন ভাসিনরা যেমন রাহুল, দিশার বিয়ের আসরেও ছিলেন, তেমনি রিসেপশনেও তাঁদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, সানা মকবুল, বিশাল আদিত্য, অনুষ্কা সেন, মিকা সিংদের দেখা যায় রাহুল, দিশার রিসেপশনের আসরে।