পুরভোটের উত্তেজনা বাড়ছে উত্তর ২৪ পরগনা জেলায় । পুরভোট নিয়ে কতটা প্রস্তুত রাজনৈতিক দলগুলি , বিজেপি তৃণমূল এককভাবে নির্বাচনী লড়াই করলেও, পুর ভোটেও কি বাম কংগ্রেস জোট ? বিভিন্ন তর্কবিতর্কের মধ্যেই পুরভোট নিয়ে উন্মাদনার রাজনৈতিক দলগুলোর মধ্যে । কোন রাজনৈতিক দল কতটা প্রস্তুত , প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন দিকে জোর দিচ্ছে সমস্ত বিষয় খোঁজ নিলাম আমরা । দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যের পৌরসভা নির্বাচন । যেকোনো সময় দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
উত্তর 24 পরগনা জেলার ২৭ টি পুরসভা শাসকদলের ক্ষমতায় । রাজনৈতিক সংগঠনের দিক থেকে উত্তর 24 পরগনা বিভিন্ন সংসদীয় এলাকা নিয়ে রাজনৈতিক দলগুলি তাদের সংগঠনের সাজিয়েছে ,তার মধ্যে অন্যতম বারাসাত সংসদীয় সাংগঠনিক এলাকা । শাসক দল তৃণমূল কংগ্রেস এর প্রস্তুতি একেবারে তুঙ্গে যেকোনো সময় দিন ঘোষণা হলেই লড়াইয়ের জন্য প্রস্তুত । তবে প্রার্থী তালিকায় থাকবে বেশ কিছু সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে নতুন মুখ । তবে প্রার্থীর ক্ষেত্রে ইতিমধ্যেই ঝাড়াই-বাছাই শুরু করেছে উচ্চ নেতৃত্ব । সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যেমন থাকছেন পাশাপাশি থাকছেন প্রাক্তন কাউন্সিলরা ।
নতুন-পুরনো সমন্বয় রেখে প্রার্থী তালিকা তৈরি করবে তৃণমূল কংগ্রেস । যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, প্রথম কাউন্সিলরদের কাজের খতিয়ান দেখার পাশাপাশি মানুষের সাথে জনসংযোগের বিষয়টা মাথায় রাখেন তৃণমূল কংগ্রেস । বেশকিছু প্রাক্তন কাউন্সিলর তালিকা থেকে বাদ যেতে পারে এমনটাই জানালেন তৃণমূলের বারাসাত সংসদীয় জেলার সভাপতি অশনি মুখার্জি ।
পৌরসভা নির্বাচন নিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি ইতিমধ্যেই তাদের প্রত্যেক কয়টি পৌরসভা এলাকাতেই সাংগঠনিক যে গঠন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পৌরসভা এলাকা গুলির ভিত্তিতে ড্রপবক্স বসানো হয়েছে জেলা পার্টি অফিসে । সেই ড্রপবক্সের আবেদনপত্র দেখেই ধরেই প্রার্থী বাছাই হবে । শুধু দলীয় কর্মী নয় সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে ভাবনা চিন্তা করছে জেলা বিজেপি ।
তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে যোগাযোগ, দেশ ভক্তি ও সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করার যাদের লক্ষ্য থাকবে তারাই বেশি প্রাধান্য পাবে বিজেপির প্রার্থী তালিকায়। তবে এবার ব্যক্তিনির্ভর প্রার্থী হবে না দলের প্রতীকী থাকবে প্রতিটি পৌরসভা এলাকার প্রার্থীর মূল পরিচয় জানালেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ।
তবে পৌরসভা নির্বাচন নিয়ে 2019 সাল থেকে প্রস্তুত ছিল জেলা বামফ্রন্টের । ইতিমধ্যেই পৌরসভা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বামফ্রন্ট । ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে । নির্বাচনের দিন ঘোষণা হলেই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। বামফ্রন্টের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনটি বিষয়কে মাথায় রাখা হয়েছে । পৌরসভা চালানোর অভিজ্ঞতা যা প্রাক্তন কাউন্সিলর জনপ্রতিনিধিদের প্রার্থী হতে বেশ কিছুটা এগিয়ে রাখছে ।
আর ও পড়ুন কল সেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
এছাড়াও থাকছে করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে সকল মানুষের নেতৃত্বে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা এবং বিশেষ করে করোনার মধ্যে অতি মাড়িতে যে রেড ভলেন্টিয়ার্সরা রাত-বিরাতে সাধারণ মানুষের বাড়ি পৌঁছে গিয়ে পরিষেবাদি এসেছে তারাও প্রাধান্য পাবে বামফ্রন্টের প্রার্থী তালিকায়। তবে সমস্ত কিছুর পরে তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করার জন্য কংগ্রেসের সাথে জোটের দরজা খুলে রাখলেন বামফ্রন্ট ।
তৃণমূল-বিজেপি বিরুদ্ধ শক্তি যদি বামফ্রন্টের থেকেও শক্তিশালী কোনো দল থেকে সেই এলাকায় প্রার্থী দেবেন না বামফ্রন্ট । তাদের মূল লক্ষ্য বিজেপিকে বিচ্ছিন্ন করা তৃণমূলকে পরাস্ত করা। এমনটাই জানালেন জেলা সিপিআইএমের সম্পাদক মৃণাল চক্রবর্তী ।
জাতীয় কংগ্রেস এখনো পর্যন্ত পৌরসভা নির্বাচনে এককভাবে লড়ার ক্ষেত্রে তাদের প্রার্থী বাছাই ইতিমধ্যেই শুরু করেছে । সততা স্বচ্ছতা দলের প্রতি আনুগত্য ও তারুণ্যের প্রতি জোর দিয়েছে জেলা কংগ্রেস। ইতিমধ্যে প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস । জনসংযোগ ও যুব সমাজের উপর বেশি জোর দিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব । তবে প্রার্থী তালিকা ঘোষণার আগে বামফ্রন্টের সাথে আলোচনা করবেন জেলা কংগ্রেস । তবে বামফ্রন্টের সাথে জোট নিয়ে এখনো আলোচনা হচ্ছে এমনটাই জানান উত্তর 24 পরগনা জেলা গ্রামীণ কংগ্রেস সভাপতি অমিত মজুমদার ।
সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি যেমন শুরু হয়েছে পাশাপাশি বাম কংগ্রেসের এই জোট প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চরতে শুরু করেছে । তবে বাম কংগ্রেসের এই আলোচনা কতটা কার্যকরী হয় তা সময়ই বলবে । তবে পুরসভা নির্বাচনে কে জমি ছাড়তে নারাজ সে বিষয়ে একেবারে স্পষ্ট ।