কল্যানী বিধান সভার গয়েশপুরে ৪২তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করলো বাম যুব সংগঠন। আজ ৩রা নভেম্বর বাম যুব সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস এদিন ৪২ তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে বাম যুব সংগঠনের পক্ষথেকে। জেলার বিভিন্ন প্রান্তের সাথে গয়েশপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই প্রতিষ্ঠাতা দিবস। ১৯৬৮ সালের ৯জুন ডি ওয়াই এফ প্রতিষ্ঠিত হয় এর পর ১৮৮০ সালের ৩ রা নভেম্বর ডি ওয়াই এফ থেকে ডি ওয়াই এফ আই তৈরি হয়।
সেই থেকে পথ চলা শুরু বাম যুব সংগঠনের। বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ ৪২তম বর্ষে পা রাখলো বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই নামে। এদিন দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে। এদিন প্রাক্তন বাম যুব নেতৃত্ব গোপাল চক্রবর্তী,দিপক শিকদার সহ একাধিক বাম ছাত্র যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এদিন গয়েশপুর আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত বাম যুব সম্পাদক তমগ্নো চ্যাটাজী বলেন, আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ কারন আগের সরকার মেধার ভিত্তিতে চাকরি নিশ্বচয়তা করেছিল কিন্তু এই আমলে শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছে। টাকার বিনিময়ে অযোগ্য ব্যাক্তিরা চাকরি পাচ্ছে। রাজ্য তথা দেশের লজ্বা শিক্ষামন্ত্রী জেল হাজতে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতির ফলে ক্ষতির সম্মুখীন সাধারণ মানুষ। এই সময়ে আমরা যুব সংগঠনের পক্ষথেকে আন্দলন সংগঠিত করছি।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
এই সময়ে আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস উদযাপনের মধ্যে দিয়ে আগামী দিনে আরোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার রুপ রেখা তৈরি করবো। দেশ ও রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগঠিত করা হবে। এদিন এই অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো বাম এরিয়া দপ্তরের সামনে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করা হয়।