Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
What message did Soumitra Roy give to the artists in Balurghat?

বালুরঘাটে শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সৌমিত্র রায়

বালুরঘাটে শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সৌমিত্র রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উদ্দেশ্যে

বালুরঘাটে এসে শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সৌমিত্র রায়। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের উদ্যোগে সপ্তাহব্যাপী শিশু দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার সকালে বালুরঘাটে আসেন ভূমি ব্যান্ডের বাংলার খ্যাতনামা গায়ক সৌমিত্র রায়।

 

এদিন গায়ক সৌমিত্র রায় ডাব্লু.বি.এস.পি.পি.সি.আর-এর স্পেশাল কনসালট্যান্ট হিসাবে দক্ষিন দিনাজপুর জেলার  বালুরঘাটের শুভায়ন হোমের শিশুদের সাথে শিশু দিবস পালনের অনুষ্ঠানে যোগদান করেন। সৌমিত্র রায় বলেন আমরা বাচ্চাদেরকে জেলা থেকে কলকাতায় না নিয়ে গিয়ে আমরা সদস্যরা ঠিক করেছিলাম আমরা জেলায় জেলায় গিয়ে বাচ্চাদের সাথে দেখা করব, বাচ্চাদের সুবিধা-অসুবিধা জানব, আমরা ওদের কাছে পৌছাব।

 

একই সঙ্গে রাজ্যের প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুর জেলার যুবকদের ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত চর্চার প্রতি আসক্ত হওয়ার বিষয়টিকেও ভাল বলে মন্তব্য করেন। এদিন সংস্কৃতির শহর বালুরঘাটে এসে সংস্কৃতি বেচে থাক – অপসংস্কৃতি মারা যাক, বলে শিল্পীদের উদ্দেশ্যে বার্তা দিলেন গায়ক সৌমিত্র রায়। একই সঙ্গে শিল্পীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগের প্রতি আস্থা রেখে সৌমিত্র রায় বলেন আমার তো মনে হয় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ যথেষ্ট উদ্যোগ নিয়েছে, হাজার হাজার শিল্পীদের অনেকদিন ধরে ভাতা দিচ্ছে, তাছাড়াও জেলায় জেলায় অনেক অনুষ্ঠান হচ্ছে, সঙ্গীত মেলা প্রত্যেকটি জেলায় জেলায় ছড়িয়ে গেছে।

 

উল্লেখ যে বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে ৫৮ জন আবাসিক শিশু রয়েছে। এদিন আবাসিক শিশুরা সৌমিত্র রায়-এর সম্মুখে নৃত্য-আবৃত্তি-গান পরিবেশন করেন। যার পরে মাউথ স্পিকার হাতে নিয়ে সৌমিত্র রায় নাজম নাজম সুর তুলে হোমের শিশুদের সাথে মাতেন বাংলার খ্যাতনামা গায়ক সৌমিত্র রায়। আবাসিক শিশুরাও সৌমিত্র রায়-এর সঙ্গে নাজম নাজম গানে সুর মেলায়।

 

আর ও পড়ুন    রোগীর পরিবারকে বাংলা বলায় হুমকি নার্সিংহোম কর্মীর

 

সৌমিত্র রায়-এর মত গায়কের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত শুভায়ন হোমের শিশুদেরকে দেখে শুভায়ন হোমে উপস্থিত ডি.সি.পি ইউনিটের পি.ও.আই.সি সুবোধ দাস বলেন শিশু দিবসের মত দিনে সৌমিত্র রায়-এর মত গায়ককে শিশুদের কাছে পাওয়া বড় পাওনা। তিনি বলেন শিশুদের মনে গায়ক সৌমিত্র রায়-এর অবস্থান হ্রদয় জুড়ে, শিশুরা তাকে কাছে পেয়ে খুবই আনন্দিত। এদিন শুভায়ন হোমে শিশু দিবসের অনুষ্ঠান চলাকালীন উপস্থিত ছিলেন শুভায়ন হোমের সুপার বরকত আলি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top