আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের বামনী ফলসের

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের বামনী ফলসের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উদ্বোধন

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের বামনী ফলসের। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ পহেলা ডিসেম্বর পুনরায় পর্যটকদের জন্য খুলে গেলো অযোধ্যা পাহাড়ের বামনিফলসআজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন DFO দেবাশীষ শর্মা |

 

যদিও এই উদ্বোধনের দিন স্থানীয় আদিবাসী কয়েকটি গ্রামের গ্রামবাসীদের সাথে মহিলাগণ কর্মসংস্থান এর দাবিতে অন্যদিকে বাড়েরিয়া ও পাথরডি গ্রামের দোকানদার গণ পুনরায় দোকান খোলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় বিষয়টি নিয়ে gramsobhar গ্রাম সভার সদস্য জ্যোতির্ময় হাসদা ও নমিতা হাসদা জানান 2006 সালে বন জল জঙ্গল ভূমি আইন অনুযায়ী আমাদের জঙ্গলে আমাদের কর্মসংস্থান ও আমাদের সুযোগ সুবিধা দিতে হবে |

 

যদিও বিষয়টি নিয়ে বাড়েরিয়া ও পাথরডি বন সুরক্ষা কমিটির সেক্রেটারি অজয় কুমার জানান এই বামনী ফলস আমাদের এলাকার মধ্যে, এখানে দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ বেবসা করে জীবিকা অর্জন করছিলো তাই আমাদের দাবী যেসকল ব্যক্তি এই বামনী ফলসে দোকান করে বেবসা করছিলো তাদের পুনরায় দোকান খোলার অনুমতি দিতে হবে | দাবী না মানা হলে উভয় পক্ষই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন |

 

যদিও উভয় পক্ষের সাথে আলোচনার পর উদ্বোধন এর কাজ সম্পন্ন হয় |বিষয়টি নিয়ে DFO দেবাশীষ শর্মা জানান সোন্দর্য্যায়নের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধন হলো আজ পহেলা ডিসেম্বর যেখানে পর্যটকরা আনন্দ পাবে পর্যটকদের কথা মাথায় রেখে করা হয়েছে শৌচাগার এছাড়াও পরবর্তী সময়ে আরও উন্নত করা হবে এই অযোধ্যা পাহাড়ে ও বামনী ফলসে | যাতে স্থানীয় সমস্যা না থাকে তাই সকলের সাথে কথা বলেই সমস্যা মিটানো হবে |

 

আর ও পড়ুন  শীতের পড়ন্ত বেলায় ইছামতীর পাড়ে রঙ তুলি ক্যানভাসে পড়ুয়ারা

 

আর এই উদ্বোধন ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায় মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে |
এদিন অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক রীতম ঝা ۔ মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব , বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক দেবরাজ ঘোষ ,অযোধ্যা বনদপ্তর আধিকারিক মনোজ কুমার মল্ল সহ অন্যান্য আধিকারিক গণ।

 

উল্লেখ্য,আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের বামনী ফলসের। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ পহেলা ডিসেম্বর পুনরায় পর্যটকদের জন্য খুলে গেলো অযোধ্যা পাহাড়ের বামনিফলসআজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন DFO দেবাশীষ শর্মা |

 

যদিও এই উদ্বোধনের দিন স্থানীয় আদিবাসী কয়েকটি গ্রামের গ্রামবাসীদের সাথে মহিলাগণ কর্মসংস্থান এর দাবিতে অন্যদিকে বাড়েরিয়া ও পাথরডি গ্রামের দোকানদার গণ পুনরায় দোকান খোলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় বিষয়টি নিয়ে gramsobhar গ্রাম সভার সদস্য জ্যোতির্ময় হাসদা ও নমিতা হাসদা জানান 2006 সালে বন জল জঙ্গল ভূমি আইন অনুযায়ী আমাদের জঙ্গলে আমাদের কর্মসংস্থান ও আমাদের সুযোগ সুবিধা দিতে হবে |

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top