
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৫ শে আগস্ট : উদ্বোধনের এক বছরের আগেই একাংশ বসে গেল দাসপুরের কন্যাশ্রী সেতুর। যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাসপুর পলাশপাই খালের দুই পারের বাসিন্দাদের।
উল্লেখ্য, গত বছর ১৭ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের চকসুলতান গ্রামের পলাশপাই খালের উপর এই কাঠের সেতুর উদ্বোধন করেছিলেন তৎকালীন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সেতুর নাম দেওয়া হয়েছিল কন্যাশ্রী সেতু। কাঠের সেতু তৈরিতে ব্যয় হয়েছিল ২১ লক্ষ ২৬ হাজার টাকা। সেই সেতুই এক বছরের মধ্যেই ভেঙে পড়ল। সেতুর একটা অংশ বসে গিয়ে দুর্ভোগ, ঝুঁকি নিয়েই ভাঙ্গা সেতুর উপর দিয়ে অগত্যা যাতায়াত। এর জেরে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যাতায়াতে সমস্যায় প্রায় ২০-৩০ টি গ্রামের বাসিন্দা। বিপাকে পড়েছে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পলাশপাই খাল সংস্কারের ফলে প্রচুর মাটি তুলে নেওয়া হয়েছে নিয়ম না মেনে সেতুর গড়া থেকে, মাটি তুলে নেওয়ার কারণে সেতুটির এই পরিস্থিতি। শুধু তাই নয়, এর জন্য বহু বাড়ি ধসের মুখে পড়েছে। স্থানীয়রা জানায় প্রশাসনের তরফে সেতুটি পর্যবেক্ষন করেছে, দ্রুত সারানোর আশ্বাস দেওয়া হয়েছে।



















