নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,২৪ শে সেপ্টেম্বরঃ রাজ্য সরকারের তরফে উদ্বোধন হয়ে গেল বর্ধমানের রেল সেতু। রেল ওভারব্রিজ উদ্বোধন নিয়ে রাজ্য সরকার ও রেল এর মধ্যে দেখা দিয়েছিল বিতর্ক। দীর্ঘদিন ধরে বর্ধমানের রেল লাইনের উপরে পুরনো ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সময়ের দাবিতে তৈরি করা হয়েছে এই নতুন ওভারব্রিজ। এটি তৈরিতে খরচ হয়েছে ২৮৭ কোটি টাকার কিছু বেশি। টাকা। মঙ্গলবার রীতিমতো রাজ্য সরকারের তরফে এই ওভার ব্রিজ উদ্বোধন করা হলো। দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে বর্ধমানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়; প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ; জেলাশাসক বিজয় ভারতী অন্যান্য আধিকারিকরা। আজ সকালেই হঠাৎ নির্মীয়মান ব্রিজের উপরে একটি ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে ওভারব্রিজের গার্ডওয়ালে ৩০ তারিখের উদ্বোধনের বিজ্ঞপ্তিও লাগানো হয়। কিন্তু উদ্বোধন চলাকালীন পূর্ত দপ্তরের কর্মীরা ব্যারিকেড সরিয়ে দেন। যদিও কে এই ব্যারিকেড লাগিয়েছিল বা কেনই বা সরানো হলো তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি তারা। অন্যদিকে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান সবাইকে নিয়ে এই উদ্বোধন করতে পারলে ভালো হতো। কিন্তু কেউ কেউ তা চাইছেন না। অন্য কোন উদ্বোধন হবে না এটাই আসল উদ্বোধন। চাইলে আরো আগে ব্রিজের কাজ শেষ হতে পারত। কিন্তু তাদের গড়িমসির ফলে ব্রিজের কাজ শেষ করতে দেরি হয়েছে। কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে সরকারের তরফে ব্রিজ উদ্বোধন করা হলো আদৌ আজ থেকে তার উপর দিয়ে গাড়ি চলতে পারবে কী না বলতে পারেননি মন্ত্রী। এ নিয়ে কারো কাছে কোন সদুত্তর নেই।