ফিরহাদ হাকিমের হাত ধরে নিউটাউনে উদ্ভোধন হল পাঁচটি সিএনজি চালিত বাস। রাজ্যে ক্রমে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্রমশ পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে। সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন এই বাসগুলি নিউ টাউনের শাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে৷
সেক্টর ফাইভে কর্মরতরা সুবিধার দিনই দেখতে চলেছেন। এই বাসের ভাড়া আপাতত ২০ টাকা। এরপরে দু’টি স্তরে ভাড়া যথাক্রমে ২৫ ও ৩৫ টাকা। রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়৷ কিন্তু বাস মালিকদের অভিযোগ, বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে একদিকে কয়েক লক্ষ টাকা খরচ যেমন হবে, তার উপর শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম৷ এই প্রসঙ্গে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য৷ আপাতত বেঙ্গল গ্যাস নামে একটি সংস্থা এই গ্যাস সরবরাহ করছে৷
আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক
পাশাপাশি পাইপলাইনের মাধ্যমেও সিএনজি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন পেট্রোল পাম্পেও মিলছে সিএনজি৷ পাশাপাশি সরকারি এবং বেসরকারি বাসের জন্য সরকারি বাস ডিপোগুলিতে সিএনজি স্টেশনও তৈরি করা হচ্ছে৷ তিনি এও জানান, সিএনজি-র পাশাপাশি ব্যক্তিগত এবং ছোট গাড়ির ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোর দেওয়া হচ্ছে৷ তাই আপাতত এই বাস শহরের বুকে চালু হওয়াতে কিছুটা হলেও আশানুরূপ শহরবাসী।
উল্লেখ্য, রাজ্যে ক্রমে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্রমশ পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে। সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন এই বাসগুলি নিউ টাউনের শাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে৷ উদ্ভোধন