বিএসএফ এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের সু চিকিৎসা প্রদানের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন হয়ে গেল ভারত-বাংলাদেশ সীমান্তের পারদেওনাপুর বিএসএফ ক্যাম্পে।
গঙ্গা নদীর ওপারে ভারত-বাংলাদেশ সীমান্ত তারকাটার বেড়া সংলগ্ন এলাকায় বসবাসকারী ভারতীয় দের জন্য এদিন আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন ৭৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কম্পানি কমান্ডারসহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক রা। এদিনের বিএসএফের এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষদের সুচিকিৎসা প্রদান করা হয়।
পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ প্রদান করা হয় বিএসএফের মেডিকেল ক্যাম্প থেকে। আধুনিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা-নিরীক্ষা করা হয় এ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে। শুধু আধুনিক চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষা নয় বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ানের তরফে। ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা বেড়া সংলগ্ন পারদেওনাপুর শোভাপুর এলাকার মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ডাক্তার বা হাসপাতালে সীমান্ত এলাকায় না থাকায় চরম সমস্যা ও দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
আধুনিক চিকিৎসা পেতে ছুটতে হয় মালদা অথবা মুর্শিদাবাদের ধুলিয়ানে। ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে মালদা ও ধুলিয়ান যেতে অনেক সময় চরম অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের। নৌকা পার করে ধুলিয়ান অথবা মালদা যেতে গিয়ে অনেক সময় চরম বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। রাস্তায় বিনা চিকিৎসায় মরতে হয় সাধারন মানুষদের। অনেক সময় চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে থাকতে হয় অসহায় মানুষগুলিকে।
আর ও পড়ুন হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার
অর্থের অভাবে মালদা অথবা ধুলিয়ানের ৬০ কিলোমিটার দূরে যেতে না পারায় অকালে প্রাণ চলে যায় বিনা চিকিৎসায়। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের এই মহতী উদ্যোগের খুসি তারকাটা বেড়া সংলগ্ন বাংলাদেশ সীমান্তের হাজার হাজার মানুষ। পারদেওনাপুর সভাপুর সহ তারকাটার বেড়া সংলগ্ন বাংলাদেশ সীমান্ত বসবাসকারী মানুষদের দাবি সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের একমাত্র ভরসা এ বিএসএফ। বিএসএফের বিভিন্ন রকম চিকিৎসার পাশাপাশি তারা আধুনিক চিকিৎসা ব্যাবস্থা করে তো কখনো চরম অসুস্থতা বোধ করলে বিএসএফের আধিকারিকরা তাদের গাড়ি করেই মালদা অথবা ধুলিয়ানের হাসপাতালে পৌঁছে দেয়।
কয়েক মাস অন্তর বাংলাদেশ বর্ডার, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে তাতে হাজার হাজার মানুষ সুচিকিৎসা পেয়ে থাকে এই মেডিকেল ক্যাম্পে। এক কথায় বলা যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বস বাসকারী মানুষদের একমাত্র ভরসা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন বিএসএফের ৭৮ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট রাকেশ রাজধান, সি এম ও ৭৮ নম্বর ব্যাটেলিয়ান ডক্টর গুলশান সিং, ডেপুটি কমান্ডেন্ট চন্দন পাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শামীম আখতার, অনির্বাণ দে সহ প্রমুখরা। ৭৮ নম্বর নং বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকরা।