উদয়ন গুহর চামড়া তুলে নেবো আমরা, বাংলাদেশি উদয়ন গুহ কামতাপুরের মাটি ছাড়ো

উদয়ন গুহর চামড়া তুলে নেবো আমরা, বাংলাদেশি উদয়ন গুহ কামতাপুরের মাটি ছাড়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উদয়ন গুহর চামড়া তুলে নেবো আমরা, বাংলাদেশি উদয়ন গুহ কামতাপুরের মাটি ছাড়ো। পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার কে পি পি ইউনাইটেড দলের মিছিল থেকে এমনই আওয়াজ উঠলো বুধবার। এদিন উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবী জানিয়ে জলপাইগুড়ি প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দাবী সনদ পাঠালো কামতাপুর পিঁপলস পার্টি ইউনাইটেড দলের এক প্রতিনিধি দল।

 

এদিনের এই পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে স্বারোকলিপী প্রদান কর্মসূচী কে ঘিরে ব্যাপক পুলিশি ব্যবস্থা করে জেলা প্রশাসন . তবে মিছিলে অংশগ্রহণকারী কে পি পি ইউনাইটেড দলের কর্মী সমর্থকদের মুখে বার বার স্লোগান ওঠে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর বিরুদ্ধে। মিছিলে আওয়াজ ওঠে, উদয়ন গুহর চামড়া তুলে নেবো আমরা, সহ বাগলাদেশি উদয়ন গুহ কামতাপুরের মাটি ছাড়ো।

 

যদিও এদিনে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবী প্রসঙ্গে দলের প্রবীণ নেতা নিখিল রায় বলেন, আমরা সেই ১৯৬৯ সাল থেকে এই একই দাবী করে আসছি, আজকেও জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর গোচরে বিষয়টি আনতেই এই ডেপুটেশন। যদিও, ওপর এক জঙ্গি নেতা জীবন সিংহের করা পৃথক রাজ্যের দাবী প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চান নি, উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির এই প্রবীণ নেতা।

আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবী জানিয়ে জলপাইগুড়ি প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দাবী সনদ পাঠালো কামতাপুর পিঁপলস পার্টি ইউনাইটেড দলের এক প্রতিনিধি দল। এদিনের এই পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে স্বারোকলিপী প্রদান কর্মসূচী কে ঘিরে ব্যাপক পুলিশি ব্যবস্থা করে জেলা প্রশাসন . তবে মিছিলে অংশগ্রহণকারী কে পি পি ইউনাইটেড দলের কর্মী সমর্থকদের মুখে বার বার স্লোগান ওঠে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর বিরুদ্ধে।

 

মিছিলে আওয়াজ ওঠে, উদয়ন গুহর চামড়া তুলে নেবো আমরা, সহ বাগলাদেশি উদয়ন গুহ কামতাপুরের মাটি ছাড়ো। যদিও এদিনে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবী প্রসঙ্গে দলের প্রবীণ নেতা নিখিল রায় বলেন, আমরা সেই ১৯৬৯ সাল থেকে এই একই দাবী করে আসছি, আজকেও জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর গোচরে বিষয়টি আনতেই এই ডেপুটেশন। যদিও, ওপর এক জঙ্গি নেতা জীবন সিংহের করা পৃথক রাজ্যের দাবী প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চান নি, উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির এই প্রবীণ নেতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top