‘উনি সন্ত্রাসবাদকে উপেক্ষাও করেন না, বরদাস্তও করেন না’, বইতে মোদী সম্পর্কে লিখেছেন জয়শংকর। প্রধানমন্ত্রী পদে বসে দেশকে সন্ত্রাসমুক্ত করতে বিশেষ তৎপরতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত এমনটাই দাবি বিজেপি শিবিরের। এবার সেই দাবিতেই একই অভিমত ব্যক্ত করে মোদী প্রশংসায় ভরালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিদেশমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে সার্ক যাত্রার আগে প্রধানমন্ত্রী তাঁকে কী নির্দেশ দিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে ‘Modi@20: Dreams Meet Delivery’ বইয়ে জয়শংকর লিখেছেন, ‘’প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার অভিজ্ঞতা ও বিচার-বিবেচনার ক্ষেত্রে তাঁর অগাধ আস্থা রয়েছে। সেই সঙ্গে ইসালামাবাদ পৌঁছলে আমি যাতে একটা কথা ভালো করে মাথায় রাখি, সে কথাও বলেছিলেন। উনি ওঁর পূর্বসূরীদের থেকে একেবারে আলাদা। উনি সন্ত্রাসবাদকে উপেক্ষাও করেন না, বরদাস্তও করেন না।‘’
প্রসঙ্গত, বিদেশ মন্ত্রী এস জয়শংকরের লেখা বইটি প্রকাশের আগেই ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাষ্ট্র নেতার ‘প্রকৃত’ সংজ্ঞা তিনি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, অতীতে কেবলমাত্র একটা বা দুটো জয় নিশ্চিত এমন লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে সফল হওয়া রাজনৈতিক নেতাদের রাষ্ট্রনেতার তকমা দেওয়া হত। তাঁদের সেভাবে যোগ্যতা প্রমাণ করা হত না। শাহ এও বলেছেন যে, স্বাধীনতা আন্দোলনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের রাষ্ট্রনেতার আখ্যা দেওয়া হয়। কিন্তু, স্বাধীনতা পরবর্তী সময়ে নিজেদের পছন্দের পাত্র ও বন্ধুদের এই তকমা দিয়েছে সংবাদমাধ্যমের একাংশ। এমনই দাবি করেছেন শাহ।
আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক
উল্লেখ্য, ‘উনি সন্ত্রাসবাদকে উপেক্ষাও করেন না, বরদাস্তও করেন না’, বইতে মোদী সম্পর্কে লিখেছেন জয়শংকর। প্রধানমন্ত্রী পদে বসে দেশকে সন্ত্রাসমুক্ত করতে বিশেষ তৎপরতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত এমনটাই দাবি বিজেপি শিবিরের। এবার সেই দাবিতেই একই অভিমত ব্যক্ত করে মোদী প্রশংসায় ভরালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।বিদেশমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে সার্ক যাত্রার আগে প্রধানমন্ত্রী তাঁকে কী নির্দেশ দিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে ‘Modi@20: Dreams Meet Delivery’ বইয়ে জয়শংকর লিখেছেন, ‘’প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার অভিজ্ঞতা ও বিচার-বিবেচনার ক্ষেত্রে তাঁর অগাধ আস্থা রয়েছে। সেই সঙ্গে ইসালামাবাদ পৌঁছলে আমি যাতে একটা কথা ভালো করে মাথায় রাখি, সে কথাও বলেছিলেন। উনি ওঁর পূর্বসূরীদের থেকে একেবারে আলাদা। উনি সন্ত্রাসবাদকে উপেক্ষাও করেন না, বরদাস্তও করেন না।‘’