আগুনে পুড়ে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার তালদি শিবনগর গ্রামে। গুরুতর জখম অবস্থায় ফতেজা গাজী নামে ঐ গৃহবধুকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন স্বামী খতিব গাজীও। তিনি ও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে ফতেমা গাজীর শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সিল্কের কাপড় পরে উনুনে রান্না করছিলেন ফতেমা গাজী নামে ঐ গৃহবধু। অসাবধানে উনুনের আগুন কাপড়ে লেগে যায়। সেই সময় বাড়ীতে কেউ না থাকায় ঐ গৃহবধু কি করবেন ভেবে উঠতে না উঠতেই আগুন তাঁর শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। ঐ গৃহবধুর স্বামী খতিব গাজী সেই সময় বাড়ীতে ফিরে স্ত্রীকে আগুনে পুড়তে দেখে ভিজে কাপড় এনে চাপা দিয়ে কোনরকমে উদ্ধার করেন। তাঁরও ডান হাত পুড়ে গেছে আগুন। স্বামী-স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফতেমা গাজী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।