আগামীকাল থেকে রাজ্যে উন্নতি ঘটবে আবহাওয়ার। সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা ঠান্ডার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি, এমনটাই আবহাওয়া। রাতে অনেক জায়গাতেই দু-এক-পশলা বৃষ্টির পরে সকালে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ নভেম্বর বুধবার সকালের মধ্যে মালদহ জেলার কিছু অংশ বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি পরবর্তী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ নভেম্বর মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আপাপত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, ২৪ ঘন্টা পর থেকে তা ১-২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সঙ্গে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আর ও পড়ুন হাতির তান্ডবে জলপাইগুড়িতে ১৪৪ ধারা জারি হলো
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উল্লেখ্য, আগামীকাল থেকে রাজ্যে উন্নতি ঘটবে আবহাওয়ার। সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা ঠান্ডার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি, এমনটাই আবহাওয়া। রাতে অনেক জায়গাতেই দু-এক-পশলা বৃষ্টির পরে সকালে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ নভেম্বর বুধবার সকালের মধ্যে মালদহ জেলার কিছু অংশ বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি পরবর্তী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ নভেম্বর মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।