নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৩ নভেম্বর, কিরণ চন্দ্র শ্মশানঘাটকে সৌন্দর্য্যকরণ তথা পরিকাঠামো উন্নয়ন এবং শিলিগুড়ি নাগরিক পরিষেবা প্রদান, ডেঙ্গুতে আক্রান্ত সাধারণ মানুষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকারের নেতৃত্বে আজ অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। শনিবার শিলিগুড়ির গুরুংবস্তি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল সদস্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার বলেন, শিলিগুড়িতে নাগরিক পরিষেবার বেহাল অবস্থা। শবদেহ দাহ করতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হয়, জলের ব্যাবস্থা নেই। যখন ডেঙ্গুর প্রভাব শহরে মাথাচাড়া দিয়ে বসেছে তখন মেয়র এবং সভাধিপতি চীন ও দিল্লিতে ঘুরতে যাচ্ছেন। এই সমস্ত কারণেই তাদের এই বিক্ষোভ কর্মসূচী। তারা এই বিক্ষোভ কর্মসূচী শিলিগুড়ির বিভিন্ন জায়গায় করবে বলে জানান রঞ্জন সরকার।