বালুরঘাট কলেজের ৭৫ বৎসর পূর্ত্তি উদযাপন ও কলেজের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন বালুরঘাটের সাংসদ তথা বালুরঘাট কলেজের প্রাক্তনী সুকান্ত মজুমদার। বুধবার সুকান্ত মজুমদার বালুরঘাট কলেজে গিয়ে কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুন্ডু-র সাথে দেখা করেন এবং বালুরঘাট কলেজের ৭৫ বৎসর পূর্ত্তি উদযাপন ও কলেজের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ আগামী ৮-ই সেপ্টেম্বর তারিখ থেকে শুভারম্ভ হতে চলেছে বালুরঘাট কলেজের ৭৫ বৎসর পূর্ত্তি উদযাপন অনুষ্ঠান।
এদিন বালুরঘাট কলেজের অধ্যক্ষের সাথে আলোচনা সেরে ডঃ সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি বালুরঘাট কলেজের প্রাক্তনী, আমি এই কলেজের বোটানি বিভাগে পড়াশুনা করেছি, বিস্তীর্ণ সময় কেটেছে কলেজে। তিনি বলেন কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে আগামীদিনে বালুরঘাট কলেজের ৭৫ বছর পূর্ত্তি-কে আরও কিভাবে ভাল করে উদযাপন করা যায় – এই কলেজ বহু বিখ্যাত ছাত্র তৈরী করেছে, তার গরিমাকে কিভাবে ধরে রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি এও বলেন উন্নয়নের ক্ষেত্রে সাংসদ তহবিল থেকে কি কি সহায়তা করা যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। অপরদিকে সুকান্ত মজুমদার-এর সঙ্গে এদিনের আলোচনা প্রসঙ্গে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন সুকান্ত মজুমদার বালুরঘাট কলেজে এসেছিলেন বালুরঘাট কলেজের প্রাক্তনী হিসাবে, আগামী ৮-ই সেপ্টেম্বর বালুরঘাট কলেজে ৭৫ বছর পূর্ত্তি উদযাপন অনুষ্ঠান শুরু হবে, সেই জন্য আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
আরও পড়ুন – সিমেন্ট ও তুষের বস্তার নিচে অবৈধ সেগুন কাঠ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ৫
তিনি বলেন বালুরঘাট কলেজের উপদেষ্টা কমিটিতে সাংসদও সদস্য। ডঃ পঙ্কজ কুন্ডু জানিয়েছেন তিনি ১ কোটি টাকার জন্য সাংসদকে নির্দিষ্ট করে ২-৩ টি প্রস্তাব দিয়েছেন। যার মধ্যে ১০০ কম্পিউটার সেট করার মত বড় হল ঘরের প্রস্তাব গোটা কলেজে সোলার প্যানেল বসানোর প্রস্তাব রয়েছে। জানা গেছে কলেজ অধ্যক্ষের কাছ থেকে এদিনের প্রস্তাব শোনার পর সুকান্ত মজুমদার সদর্থক মনোভাব দেখিয়ে প্রস্তাব পূরণের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। উন্নয়নে পাশে