দক্ষিন 24 পরগণা – দিল্লিতে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার পর থেকেই দেশের সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে হাই এলার্ট। সেই পরিপ্রেক্ষিতেই আজ সকাল থেকেই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে শুরু হয়েছে কঠোর নজরদারি। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা ও ফ্রেজারগঞ্জ অঞ্চলের সমস্ত মৎস্যজীবী ট্রলারে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ।
জলপথে নিরাপত্তা বাড়াতে এবার ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক হোভার ক্রাফট—যা জল, স্থল, দু’জায়গাতেই সমানভাবে চলতে সক্ষম। পাশাপাশি রয়েছে স্পিডবোট ও লঞ্চ, যেগুলির সাহায্যে পুলিশ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি ট্রলারের কাছে। প্রতিটি ট্রলারের মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করা হচ্ছে এবং তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে।
সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে এই চেকিং কার্যক্রম ইতিমধ্যেই বিভিন্ন উপকূলীয় অঞ্চলে দৃশ্যমান হয়েছে। হোভার ক্রাফটের এই সংযোজন উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।



















