অন্ধ্র এবং ওডিশা উপকূলে গুলাবের ল্যান্ডফল, মৃত ২, নিখোঁজ ১। অন্ধ্র এবং ওডিশা উপকূলে গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টুইটারে এই খবর জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, অন্ধ্রের কলিঙ্গপত্তনম এবং ওডিশার গোপালপুরের মধ্যভাগ পেরিয়ে যেতে আরও তিন ঘণ্টা সময় লাগবে এই সাইক্লোনের। ইতিমধ্যেই অন্ধ্র উপকূলে নৌকা উল্টে মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। নিখোঁজ রয়েছেন এক জন।
আবহাওয়া দফতর টুইটারে জানিয়েছে, কলিঙ্গপত্তনমের ২৫ কিলোমিটার উত্তর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, উপকূলবর্তী সাতটি জেলা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
আর ও পড়ুন সম্প্রসারিত হল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা, শপথ নিলেন ৭ জন মন্ত্রী
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গঞ্জাম, গজপতি, কান্ধামাল, কোরাপুট, রায়াগড়, মালকানগিরি, নবরংপুর– এই সাতটি জেলায় সবথেকে বেশি প্রভাব ফেলে ঘূর্ণিঝড়। সেখানকার মানুষদের আপাতত ত্রাণ শিবিরে রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকার মানুষদের সোমবার সকাল ১০টা পর্যন্ত ঘরে থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে ঘুর্শ্রীণিঝর গুলাবের দাপটে কাকুলামে ঢেউয়ের দাপটে নৌকা উল্টে যায়। ছয় মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। দু’জনের মৃত্যু হয়েছে। তিন জন সাঁতরে পারে এসেছেন। বাকি এক জন এখনও নিখোঁজ। তাঁর খোঁজ করছে উপকূলরক্ষী বাহিনী।
শ্রীকাকুলামের কালেক্টর সুমিত কুমার জানিয়েছেন, ‘আগামী ২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। ঝড়ের গতিবেগ ৯০–১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)–এর দু’টি দল এবং রাজ্যের বিপর্যয় মোকবিলা বাহিনীর চারটি দল জেলায় এসেছে পৌঁছেছে। উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি। জেলার ৯টি মণ্ডল বন্যাপ্রবণ।’ ওডিশার মুখ্যমন্ত্রী নবীন কুমার পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, অন্ধ্র এবং ওডিশা উপকূলে গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টুইটারে এই খবর জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, অন্ধ্রের কলিঙ্গপত্তনম এবং ওডিশার গোপালপুরের মধ্যভাগ পেরিয়ে যেতে আরও তিন ঘণ্টা সময় লাগবে এই সাইক্লোনের।
ইতিমধ্যেই অন্ধ্র উপকূলে নৌকা উল্টে মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। নিখোঁজ রয়েছেন এক জন। আবহাওয়া দফতর টুইটারে জানিয়েছে, কলিঙ্গপত্তনমের ২৫ কিলোমিটার উত্তর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, উপকূলবর্তী সাতটি জেলা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।