উপকূল রক্ষীবাহিনী নতুন জাহাজ অম্রিত কাউর

উপকূল রক্ষীবাহিনী নতুন জাহাজ অম্রিত কাউর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ১৬ ই জানুয়ারী : উপকূল রক্ষীবাহিনী কাজের সুবিধের জন্য পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উপকূল রক্ষীবাহিনী প্রাধান কার্যালয়ে ” অম্রিত কাউর” নামে একটি উন্নতমানের দ্রুতগত সম্পন্ন জাহাজ নিয়ে আসা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ সহ উপকূল রক্ষীবাহিনী আধিকারীকদের উপস্থিতি উন্নতমানের জাহাজ উপকূল রক্ষীবাহিনী হাতে তুলে দেওয়া হয়। আগামী ১২ই জানুয়ারী ভারত সরকারের ডিফেন্স সেক্রেটারি অজয় কুমারের হাত দিয়ে জাহাজটি শুভ উদ্বোধন হয়। তার পর বৃহস্পতিবার সেই জাহাজটি উপকূল রক্ষীবাহিনী হলদিয়ার প্রধান কার্যালয়ে আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। পাঞ্জাবের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কাউর এর নামে রাখা হয়। জাহাটি ৪৯ মিটার লম্বা, ৩০৮ টন পণ্যবহনের ক্ষমতা সম্পন্ন।জাহাজটির গতিবেগ ৬০ কেএমপিএইচ। উন্নতমানে জাহাজটি হাতে পাওয়ায় উপকূল রক্ষীবাহিনী কাজের অনেকটাই সুবিধে হবে বলে জানান সংস্থার আধিকারিকরা।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top