স্কুল খুলতেই নদীয়া জেলার বিদ্যালয়ে উপচে পড়েছে পড়ুয়াদের ভীড়

স্কুল খুলতেই নদীয়া জেলার বিদ্যালয়ে উপচে পড়েছে পড়ুয়াদের ভীড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উপচে

স্কুল খুলতেই নদীয়া জেলার বিদ্যালয়ে উপচে পড়েছে পড়ুয়াদের ভীড়।  দীর্ঘদিন বাড়িতে কাটানোর পর রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী স্কুলমুখি ছাত্র ছাত্রীরা। খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। করোনা সংক্রমনের কারণে অন্যান্য দপ্তরগুলোর পাশাপাশি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। করুণা সংক্রমণ কিছুটা আয়ত্তে আনা গেলে এবার স্কুল কলেজ খোলার নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

 

সেইমতো আজ ১৬  তারিখ থেকে নদীয়া জেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন পর বাড়িতে থাকার পর স্কুলে এসে ছাত্রছাত্রীরা যথেষ্ট আনন্দিত। তাদের দাবি বহুদিন ধরে স্কুলের বন্ধু এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাদের যোগাযোগ নেই কিছুটা ডিপ্রেশনে ভুগছিলাম ছাত্রছাত্রীরা। স্কুল কলেজ খোলার পর ছাত্রছাত্রীদের পড়াশোনা আরো উন্নতি হবে বলেই মনে করছে একাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা।

 

পাশাপাশি শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের গেটের সামনে থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে মাক্স ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া শরীরের টেম্পারেচার পরীক্ষা করেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।অন্যদিকে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে খুলে গেল কলেজ গুলিও। একইভাবে খুলে গেল শান্তিপুর কলেজ, কলেজের নির্দিষ্ট সময় অনুযায়ী কলেজে প্রবেশ করতে দেখা গেল কলেজ পড়ুয়াদের। যদিও দীর্ঘ দিন বাদে কলেজ খুলে যাওয়ার ফলে অনেকটাই আনন্দিত কলেজ পড়ুয়ারা, তবে অনেক আগেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়া দরকার ছিল বলে মনে করছেন পড়ুয়ারা।

 

আর ও পড়ুন  বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৩৮ লাখ

 

দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে কলেজের পঠন পাঠন ঠিক কি অবস্থায় রয়েছে তা নিয়ে আগে থেকেই খতিয়ে দেখেছেন কলেজে কর্মরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল দশটা বাজতেই খুলে গেল শান্তিপুর কলেজের গেট, কিন্তু অনেক কলেজ পড়ুয়াদের দেখা গেল মুখে মাস্ক না পড়েই কলেজের ভেতরে প্রবেশ করতে। যদিও যেসব কলেজ পড়ুয়ারা মুখে মাস্ক না পড়ে প্রবেশ করছে তাদের প্রত্যেককে সচেতন করতে উদ্যোগ রানাঘাট জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।

 

উল্লেখ্য, স্কুল খুলতেই নদীয়া জেলার বিদ্যালয়ে উপচে পড়েছে পড়ুয়াদের ভীড়।  দীর্ঘদিন বাড়িতে কাটানোর পর রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী স্কুলমুখি ছাত্র ছাত্রীরা। খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। করোনা সংক্রমনের কারণে অন্যান্য দপ্তরগুলোর পাশাপাশি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। করুণা সংক্রমণ কিছুটা আয়ত্তে আনা গেলে এবার স্কুল কলেজ খোলার নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top