হলদিয়ায় অভিষেকের সভায় লক্ষাধিক সমর্থকের উপচে পড়া ভিড়

হলদিয়ায় অভিষেকের সভায় লক্ষাধিক সমর্থকের উপচে পড়া ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হলদিয়ায় অভিষেকের সভায় লক্ষাধিক সমর্থকের উপচে পড়া ভিড়। হলদিয়ায় লাখোলাখো চারদিকে আলোময়। অভিষেকের ছবিতেও দেখো চোখ ঝলোসায়। প্রথম শ্রমিক সভা যুবরাজের আশীর্বাদ। খুশীতে ডগমগ দিকে দিকে জিন্দাবাদ। শ্রমিকের দুর্দিনে পাশে এলেন ভবিষ্যত। দিগুন উৎসাহে সাজোসাজ হলদি পথ। হায়ার ফায়ার নিয়ে সিদ্ধান্ত গোলমেলে। শিল্পপতি আসবেনা ক্ষমতাটা না পেলে। শক্তিদা বলেন যতই শ্রমিকের পক্ষে দুই হাত চায় কাজ নেই কোন রক্ষে।

 

শিল্পের স্বার্থে নেতারা দিশেহারা। মাঝখানে টানাটানি কাজের ভীষন খরা। দিকে দিকে সংকেত শিল্প চাইই চাই।  ভরসায় ঋত দোলা যুবনেতা পাশে তাই ।  হলদিয়া ইতিহাস ইনটাকের সমাবেশ। অভিষেক পেয়ে খুশী দ্বিগুন বাড়ে রেশ। বাংলায় তোল সুর অভিষেক অভিষেক। সুকুমার ডাক দেয় আগামীর অভিষেক।

 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, শিল্পদ্যোগীদের থেকে শ্রমিক, সকলেই শনিবারের সভার দিকে তাকিয়ে আছেন। আমাদের সরকার শিল্পবান্ধব এক পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা মনে করছি, শ্রমিক ও শিল্প যাতে উল্লেখযোগ্য ভাবে সুস্থ সহাবস্থানে থাকে, সেই বার্তা দেওয়া হবে।

আরও পড়ুন – লাল চা, ‘গ্রিন টি’-র পর এবার বাঙালির কাপে পড়তে চলেছে নীল চা

উল্লেখ্য,  হলদিয়ায় লাখোলাখো চারদিকে আলোময়। অভিষেকের ছবিতেও দেখো চোখ ঝলোসায়। প্রথম শ্রমিক সভা যুবরাজের আশীর্বাদ। খুশীতে ডগমগ দিকে দিকে জিন্দাবাদ। শ্রমিকের দুর্দিনে পাশে এলেন ভবিষ্যত। দিগুন উৎসাহে সাজোসাজ হলদি পথ। হায়ার ফায়ার নিয়ে সিদ্ধান্ত গোলমেলে। শিল্পপতি আসবেনা ক্ষমতাটা না পেলে। শক্তিদা বলেন যতই শ্রমিকের পক্ষে দুই হাত চায় কাজ নেই কোন রক্ষে।

 

শিল্পের স্বার্থে নেতারা দিশেহারা। মাঝখানে টানাটানি কাজের ভীষন খরা। দিকে দিকে সংকেত শিল্প চাইই চাই।  ভরসায় ঋত দোলা যুবনেতা পাশে তাই ।  হলদিয়া ইতিহাস ইনটাকের সমাবেশ। অভিষেক পেয়ে খুশী দ্বিগুন বাড়ে রেশ। বাংলায় তোল সুর অভিষেক অভিষেক। সুকুমার ডাক দেয় আগামীর অভিষেক।

 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, শিল্পদ্যোগীদের থেকে শ্রমিক, সকলেই শনিবারের সভার দিকে তাকিয়ে আছেন। আমাদের সরকার শিল্পবান্ধব এক পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা মনে করছি, শ্রমিক ও শিল্প যাতে উল্লেখযোগ্য ভাবে সুস্থ সহাবস্থানে থাকে, সেই বার্তা দেওয়া হবে। উপচে পড়া

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top