তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য চালু হল স্মার্ট কোচিং ক্লাস। পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স ও নিটের পরীক্ষায় বসতে পারেন না অর্থের অভাবে কোচিং ক্লাস করার জন্য। এ ব্যাপারে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যান বিভাগের মালদহ জেলা শাখা ও জেলা প্রশাসন।
্পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের মালদহ জেলা শাখার উদ্যোগে তপশিলি জাতি উপজাতি ছাত্র-ছাত্রীদের জন্য ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে ও অধ্যাপক পদে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য চালু করা হল ভার্চুয়াল স্মার্ট ক্লাসের। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসের সূযোগ মিলবে নিখরচায়।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
শনিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের সাহাপুর হাইস্কুলে এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মূলত পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং উপজাতি ছেলেমেয়েদের সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ও নিট এর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে। অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের মাধ্যমেই এখানে প্রশিক্ষণ বা বিশেষ ক্লাস করার সূযোগ পাবে ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সূযোগ মিলবে।
জেলাশাসক জানান, জেলায় তপশিলি জাতি উপজাতি ভুক্ত বহু মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে কোচিং ক্লাস করতে না পারার জন্য সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স ও নিটের পরীক্ষায় বসতে পারেন না। মূলত তাদের কথাই চিন্তা করে মালদহ জেলায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে চালু করা হলো স্মার্ট ক্লাস কোচিং। এর ফলে পিছিয়ে পড়া তপসিলি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ সূযোগ পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধে পাবে।