Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Infestation of ghosts, resulting in fancy strategies to survive from ghosts

ভুতের উপদ্রব, ফলে ভুত থেকে বাঁচতে অভিনব কৌশল  

ভুতের উপদ্রব, ফলে ভুত থেকে বাঁচতে অভিনব কৌশল  

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উপদ্রব

ভুতের উপদ্রব, ফলে ভুত থেকে বাঁচতে অভিনব কৌশল । কখনো ইলেকট্রিক সুইচ বোর্ড খুলে আসছে, আবার কখনো সুইচ বোর্ডের ফিউজ উড়ে যাচ্ছে। কখনো মেইন সুইচ অফ হয়ে যাচ্ছে। আবার কখনো মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইল উধাও হয়ে যাচ্ছে।

 

গত তিন মাস ধরে হাওড়া জেলার  উলুবেড়িয়া নোনা গাবতলায় জানা পরিবারে এই ঘটনা ঘটতে থাকায় তাদের ধারণা বাড়িতে ভূতের উপদ্রব হওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে। তবে ভূতের উপদ্রব থেকে বাঁচতে ইতিমধ্যে বাড়ির চারিদিকে ঠাকুরের নাম লেখা কাগজ সেটে দিয়েছে পরিবারের সদস্যরা।

 

যদিও এখনো পর্যন্ত ভূতের উপদ্রব না কমায় আতঙ্ক কাটছে না তাদের। মঙ্গলবার দুপুরে ভূতের উপদ্রব দেখতে জানা বাড়িতে যান ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়ির চারিদিক ঘুরে দেখেন। তাদের দাবি এই ঘটনার সঙ্গে ভুতের কোন সম্পর্ক নেই। পরিবারের সদস্যদের আতঙ্কগ্রস্ত করতেই পরিকল্পনা করে এইসব ঘটনা ঘটানো হয়েছে।

 

নোনা গাবতলার বাসিন্দা অমিত জানা স্ত্রী পুত্র বৃদ্ধা মা ও দুই বোনকে নিয়ে এক পরিবারে থাকেন। দীর্ঘদিন বাড়িতে কোন সমস্যা না থাকলেও গত সেপ্টেম্বর মাস থেকে বাড়িতে নানা অঘটন করতে শুরু করে। তপন জানার দাবী মাস তিনেক আগে আমরা লক্ষ্য করি বাড়ির ইলেকট্রিক সুইচ বোর্ড আচমকা খুলে আসছে, ফিউজ উড়ে যাচ্ছে, মেইন সুইচ বন্ধ হয়ে যাচ্ছে।

 

তিনি জানান এর পাশাপাশি রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের নব আচমকা খুলে যাচ্ছে। শুধু তাই নয় রান্না ঘরের ভিতরে থাকা মশলার কৌট খুলে গড়াগড়ি খাচ্ছে। তিনি জানান ইলেকট্রিকের এই সমস্যা মেটাতে মিস্ত্রি দিয়ে নতুন লাইন করা হলেও সমস্যা মেটে নি। তপনবাবুর বোন মানুষী জানা জানান শুধু ইলেকট্রিক বোর্ড বা সুইচ নয় গত তিন মাসে একাধিক মোবাইল ও সিম কার্ড নষ্ট হয়েছে।

 

আর ও পড়ুন    অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি!

 

তিনি জানান মোবাইল চার্জ দেওয়ার পর সেগুলো উধাও হয়ে যাচ্ছে তবে বেশ কিছুক্ষণ পর মোবাইল  ও সিমকার্ড উদ্ধার করা হলেও সেগুলো সব ভাঙ্গা অবস্থায় পাওয়া যাচ্ছে। তিনি জানান বাড়ির চারিদিকে দরজা বন্ধ থাকার পর এইসব ঘটনা ঘটায় আমাদের সন্দেহ ভূতের উপদ্রব হওয়ায় এইসব ঘটনা ঘটছে। তবে ভূতের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে আমরা বাড়ির চারিদিকে ঠাকুরের নাম লেখা কাগজ সেটেছি।

 

অন্যদিকে মঙ্গলবার দুপুরে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা ভূতের আতঙ্ক দূর করতে জানা বাড়িতে আসেন। সমিতির সদস্য ভাস্কর রায় জানান ভূত বলে কিছু নেই। কিছু কুসংস্কার থেকে মানুষ এই আতঙ্কে ভোগেন। এক্ষেত্রে সে রকম ঘটনা ঘটেছে। আমরা বাড়ির সদস্যদের বলেছি সজাগ থাকলে আসল ঘটনা সামনে চলে আসবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top