উপনির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত, বলেই দিলেন মুকুল রায়। কৃষ্ণনগর পুরসভা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বললেন বিজেপির জয় এবং তৃণমূলের পরাজয়ের কথা। এই পুরো ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায় এবং তারপর ফের রাজ্য থেকে বিজেপিকে হটানোর সংকল্প নিয়েছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তিনি। এখন ছবিটা কিছু বদলে বিজেপিকে ত্যাগ করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। কিন্তু এরই মাঝে হটাৎ তারই মুখে শোনা গেল বিজেপির জয়ের ভবিষ্যতবাণী। আশ্চর্যের ব্যাপার সেখানেই। পুরো ঘটনায় এক নতুন রহস্যের বীজ বুনে দেন তিনি।
শনিবার সকালে কৃষ্ণনগর যান তিনি। সেখানে পুরসভার কাউন্সিলর দের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। আর তারপরেই সাংবাদিক দের মুখোমুখি হন তিনি। মুকুল জানান, ” সামগ্রিকভাবে কৃষ্ণনগরের মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল। তারই ফল মিলেছে। বিজেপির একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে।”
তার এই ভুল মন্তব্য পাশ থেকে দলীয় নেতারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা বিফলে দিয়ে বার বার একই কথা বলেন তিনি। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তারপর মুকুল বলেন, ” তৃণমূল কংগ্রেস হেরে যাবে মনে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে। বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না।”