উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় পুলিশের ধরপাকড় অব্যাহত। রামপুরহাট বগটুইয়ের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে গত ২১ শে মার্চ বোমা মেরে খুন করা হয়। সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে ৯ জনকে পুড়িয়ে মারা হয় বগটুই গ্রামের পূর্বপাড়ায়, এমনটাই অভিযোগ। এই খুনের ঘটনায় ১০ জনের নামে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।
তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । বুধবার রাতে এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম ভাসন শেখ এবং শফিক শেখ। তাদেরকে বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। নলহাটি এবং মাড়গ্রাম থেকে এই দুই ধৃতকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
বগটুই গ্রামের মোড়ে নিজের বাড়ির কাছেই ২১ শে মার্চ সন্ধ্যেবেলায় হামলা হয় বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ এর ওপর। তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তার । উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় তদন্তভার কারা নেবে সেই নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এখনও পর্যন্ত সেই মামলার রায় পাওয়া যায়নি কিন্তু তার মধ্যেও পুলিশ এই ঘটনার সঙ্গে অভিযুক্তদের ধরপাকড় জারি রেখেছে।
ভাদু শেখের হত্যাকাণ্ডে প্রথমে গ্রেফতার করা হয়েছিল হানিফ শেখ নামে এক অভিযুক্তকে । তারপর মঙ্গলবার শেরা শেখ, সন্জু শেখ এবং রাজা শেখ নামে তিনজনকে রামপুরহাট ,মালদহ এবং ঝাড়খন্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বুধবার রাতে আরও দুজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ রয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, খুনের উদ্দেশ্যে জমায়েত এবং বিস্ফোরক আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।