ছাদের উপর পুকুর বানিয়ে চললো ছট পুজো। কোভিড আবহের জের, ভীড় এড়াতে তিন তলা বাড়ির ছাদেই পুকুর বানিয়ে ছট পূজার ব্রত পালন দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী পরিবারের। ছট পূজা উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার নদীর ঘাটগুলিতে যখন উপচে পড়া ভীড় সেই সময় কার্যত উল্টো চিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সাহা পাড়া এলাকার আগরওয়াল পরিবারে।
কোভিড আবহে চলা ছট পূজায় ভীড় এড়াতে এবার নদী ঘাট মুখো হলেন না আগরওয়াল পরিবার। গঙ্গারামপুরের সাহা পাড়ার প্রল্লাদ আগরওয়াল-এর পরিবারের সদস্য-সদস্যারা ঘাটমুখো না হলেও এবার তারা নিজেদের বাড়ির ছাদেই পুকুর বানিয়ে নিষ্ঠা সহযোগে ছটপূজার ব্রত পালন করেন।
আর ও পড়ুন শেয়ালের দলের হানার জেরে আহত ৪০ জন গ্রামবাসী
জানা গেছে ছট পূজা উপলক্ষ্যে আত্মীয় স্বজনরা দূরদূরান্ত থেকে আগরওয়াল পরিবারের বাড়িতে আসলেও তারা নিজেদের বাড়িতেও কোভিড বিধি মেনে পূজোর আনন্দে সামিল হয়েছিলেন। কোভিড সচেতনতার পরিচয় দিয়ে ভীড় এড়িয়ে নিজের বাড়ির ছাদে ইট দিয়ে পুকুর তৈরী করে ছট পূজার আয়োজন করে বর্তমানে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের মুখে মুখে আগরওয়াল পরিবারের ছট পূজা।
আগরওয়াল পরিবারের সদস্য প্রল্লাদ আগরওয়াল জানিয়েছেন কোভিড পরিস্থিতি চলার কারনে ভীড় এড়াতে বাড়ির তিন তিলার ছাদে পুকুর বানিয়ে তারা ছট পূজো করেছেন।
উল্লেখ্য,
বাড়িতে ছাদের উপর পুকুর বানিয়ে চললো ছট পুজো। কোভিড আবহের জের, ভীড় এড়াতে তিন তলা বাড়ির ছাদেই পুকুর বানিয়ে ছট পূজার ব্রত পালন দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী পরিবারের। ছট পূজা উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার নদীর ঘাটগুলিতে যখন উপচে পড়া ভীড় সেই সময় কার্যত উল্টো চিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সাহা পাড়া এলাকার আগরওয়াল পরিবারে।কোভিড আবহে চলা ছট পূজায় ভীড় এড়াতে এবার নদী ঘাট মুখো হলেন না আগরওয়াল পরিবার।
গঙ্গারামপুরের সাহা পাড়ার প্রল্লাদ আগরওয়াল-এর পরিবারের সদস্য-সদস্যারা ঘাটমুখো না হলেও এবার তারা নিজেদের বাড়ির ছাদেই পুকুর বানিয়ে নিষ্ঠা সহযোগে ছটপূজার ব্রত পালন করেন। জানা গেছে ছট পূজা উপলক্ষ্যে আত্মীয় স্বজনরা দূরদূরান্ত থেকে আগরওয়াল পরিবারের বাড়িতে আসলেও তারা নিজেদের বাড়িতেও কোভিড বিধি মেনে পূজোর আনন্দে সামিল হয়েছিলেন। কোভিড সচেতনতার পরিচয় দিয়ে ভীড় এড়িয়ে নিজের বাড়ির ছাদে ইট দিয়ে পুকুর তৈরী করে ছট পূজার আয়োজন করে বর্তমানে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের মুখে মুখে আগরওয়াল পরিবারের ছট পূজা।