উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়ের ইস্তফার পর বিজেপিতে তীব্র জল্পনা, জাতীয় সভাপতির দৌড়ে কারা এগিয়ে?

উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়ের ইস্তফার পর বিজেপিতে তীব্র জল্পনা, জাতীয় সভাপতির দৌড়ে কারা এগিয়ে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের পর থেকেই দেশের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। একদিকে বিজেপির নতুন উপরাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে জাতীয় সভাপতির পদ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফেরার পরই দুটি নাম চূড়ান্ত হতে পারে। দেশের বৃহত্তম এই দলের নতুন সভাপতির দৌড়ে একাধিক নাম উঠে এসেছে। এর মধ্যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদবের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। পাশাপাশি কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও এই দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরপ্রদেশ এবং বিহারের আসন্ন নির্বাচনকে মাথায় রেখে বিজেপি অটল বিহারী বাজপেয়ীর শিষ্য হিসেবে পরিচিত শিবরাজ সিং চৌহানকে জাতীয় সভাপতির দায়িত্ব দিতে পারে। ফলে এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরীণ অঙ্ক নিয়ে জল্পনা চরমে পৌঁছেছে এবং সবার নজর এখন প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তের দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top