কলকাতা – উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী শিবিরের প্রার্থী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি দিল্লিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে ভোটের জন্য সমর্থন চেয়েছেন। এরপর তিনি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, অসমসহ একাধিক রাজ্যে সফর করেছেন এবং ভোটের আবেদন জানিয়েছেন। এমনকি, বিজেপি সাংসদদের কাছেও ভোট চেয়ে চিঠি পাঠিয়েছেন। তবে রাজনৈতিক মহলের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতায় আসবেন না।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই সুদর্শন রেড্ডি আশ্বস্ত হয়েছেন। তাঁকে জানানো হয়েছে, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট ৪১টি ভোটই তিনি নিশ্চিতভাবে পাবেন। একটি ভোটও অন্য দিকে যাবে না। এমনকি প্রয়োজনে অসুস্থ সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ব্যবস্থায় দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুধুমাত্র সংসদ ভবনে হয়। সাংসদদের ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট দিতে হয়। আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার দুপুরে সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী শিবিরের তরফে নতুন সাংসদদের জন্য ‘মক পোল’ বা নকল ভোটের আয়োজন করা হয়েছে।
নতুন সাংসদদের ভোট দেওয়ার প্রক্রিয়া বোঝানোর জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যালট পেপারে প্রথমে বুচিরেড্ডি সুদর্শন রেড্ডির নাম এবং দ্বিতীয় স্থানে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের নাম থাকবে। যাকে পছন্দ তাঁর নামের পাশে থাকা বক্সে ইংরেজিতে সংখ্যায় ‘১’ লিখতে হবে। অন্য ঘরটি ফাঁকা রাখা যেতে পারে বা ‘২’ লেখা যাবে। ভোট বাতিল এড়াতে রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি.সি. মোদির নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নির্বাচনে কোনও দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়নি। ফলে সাংসদরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
