
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ- উপসর্গহীন করোনা রোগীদের সনাক্ত করতে শিলিগুড়ি শহরে ইতিমধ্যে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আজ (শনিবার) শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ ভারত নগরে চলছে এই টেস্ট। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা টেস্ট করান। উপস্থিত ব্যক্তিদের নাক থেকে নমুনা সংগ্রহ করে তা অ্যান্টিজেন কিটে দেওয়া হচ্ছে। ৩০ মিনিটের মধ্যে সেই রিপোর্ট জানিয়ে দেওয়া হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটর শঙ্কর ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এর ফলে সহজেই সংক্রমণ ছড়ানো এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।



















