উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না,’ জানালেন কপিল দেব

উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না,’ জানালেন কপিল দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না,’ জানালেন কপিল দেব। জম্মু-কাশ্মীরের অচেনা গ্রাম থেকে ভারতীয় ক্রিকেটের গ্ল্যামারের প্ল্যাটফর্ম এ পাড়ি, এরপর আইপিএলের হাত ধরে তাঁর উত্থান–ইনি আর কেউই নন ইনি হলেন তরুণ ফাস্ট বোলার উমরান মালিক। তাঁকে নিয়ে সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী, পাকিস্তানের রশিদ লতিফ এবং আরো কয়েকজন প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের উচ্ছাস করেছেন। মুখ খুললেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব। তিনি জানিয়েছেন, উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না তার।

 

তাঁর কথায়, কাশ্মীরের তরুণ-যুবক অবশ্যই জোরে বল করে। কিন্তু সেটাই শেষ কথা নয়। ব্যক্তিগতভাবে উমরানকে তার পছন্দ হয়েছে। বোলিং স্টাইল, লোড আপ, রিলিজ মন কেড়েছে। কিন্তু পাশাপাশি তরুণ ফাস্ট বোলারের জন্য ভয় পাচ্ছেন কপিল। পরিষ্কার জানিয়ে দিয়েছেন গতি থাকা ভাল, কিন্তু নিয়ন্ত্রণ এবং সঠিক জায়গায় বল টানা রেখে যাওয়ার ক্ষমতা তার থেকেও গুরুত্বপূর্ণ।

 

কাশ্মীরি পেসার যাতে এই দুটি মন্ত্র সব সময় মনে রাখবেন চান কপিল। না হলে অচিরেই অনেক দারুন প্রতিভা হারিয়ে যেতে দেখেছেন। উমরানকে তাই গতির থেকেও লাইন এবং লেন্থ, পাশাপাশি সুইং করানোর ওপর নজর দিতে বলেছেন কপিল দেব। আউট সুইং এবং ইন সুইং রপ্ত করা উমরানকে কমপ্লিট ফাস্ট বোলার হতে সাহায্য করবে মনে করেন কপিল দেব।

 

উল্লেখ্য, উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না,’ জানালেন কপিল দেব। জম্মু-কাশ্মীরের অচেনা গ্রাম থেকে ভারতীয় ক্রিকেটের গ্ল্যামারের প্ল্যাটফর্ম এ পাড়ি, এরপর আইপিএলের হাত ধরে তাঁর উত্থান–ইনি আর কেউই নন ইনি হলেন তরুণ ফাস্ট বোলার উমরান মালিক। তাঁকে নিয়ে সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী, পাকিস্তানের রশিদ লতিফ এবং আরো কয়েকজন প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের উচ্ছাস করেছেন। মুখ খুললেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব। তিনি জানিয়েছেন, উমরান মালিক নিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ হচ্ছে না তার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top