উর্দি পরে প্রকাশ্য মঞ্চে মন্ত্রীকে প্রণাম করে বিতর্কে পুলিশ

উর্দি পরে প্রকাশ্য মঞ্চে মন্ত্রীকে প্রণাম করে বিতর্কে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৬ ফেব্রুয়ারি, মন্ত্রীর সামনে উর্দি পরে প্রকাশ্য মঞ্চে মন্ত্রীকে ঝুঁকে প্রণাম করে ফের বিতর্কে পুলিশ৷ আর এবার বিতর্কে জড়ালেন রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত। এদিন তাঁকে দেখা গেল উর্দি পরে রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে, তাও আবার প্রকাশ্য মঞ্চে উর্দি পরেই৷ এর আগেও প্রকাশ্য মঞ্চে উর্দি মুখ্যমন্ত্রীকে প্রণাম করে বিতর্কে জড়িয়েছিলেন আইজি রাজীব মিশ্র।

রবিবার রামপুরহাটে বয়স্ক নাগরিকদের সাহায্য ও সংবর্ধনা জ্ঞাপন প্রকল্পের সূচনা হল বীরভূম জেলা পুলিশের তরফে। রামপুরহাট থানা চত্ত্বরে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রকল্পের উদ্বোধনে ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়, এসডিপিও (রামপুরহাট) সৌমজিৎ বড়ুয়া, রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় প্রমুখেরা৷ রামপুরহাট পৌরসভার ১৮ টি ওয়ার্ড থেকে ৫ জন করে বয়স্ক মানুষদের সম্মান জ্ঞাপন করা হয়৷ এছাড়া, কয়েকজন বয়স্ক মানুষের ভরণপোষণের দায়িত্ব নেয় পুলিশ৷

এদিনের এই অনুষ্ঠান মঞ্চেই দেখা গেল রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত উর্দি পরে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়কে পা ছুঁয়ে প্রণাম করছেন৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আইজি রাজীব মিশ্র প্রণাম করার ঘটনায় নিন্দিত হয়েছিল পুলিশ৷ আর এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top