উর্দ্ধমুখী পারদ! গ্রীষ্ম না পড়তেই সূর্যের চোখ রাঙানির প্রকোপ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। বসন্তেই ছক্কা মারছে ‘সূর্যি মামা’! ফলস্বরূপ গ্রীষ্মে কি হাল হতে চলেছে ভেবেই কূলকিনারা পাচ্ছেনা রাজ্যবাসী। তবে এই তালিকায় শুধু পশ্চিমবঙ্গ নয়, রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশও। ইতিমধ্যেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। বাড়বে তাপপ্রবাহের হার।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সব জাগয়ায় বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়ার ফলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। আর এই জলীয় বাষ্পের ফলেই ভ্যাপসা গরমও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৪ শতাংশ।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
উল্লেখ্য, বসন্তেই ছক্কা মারছে ‘সূর্যি মামা’! ফলস্বরূপ গ্রীষ্মে কি হাল হতে চলেছে ভেবেই কূলকিনারা পাচ্ছেনা রাজ্যবাসী। তবে এই তালিকায় শুধু পশ্চিমবঙ্গ নয়, রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশও। ইতিমধ্যেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। বাড়বে তাপপ্রবাহের হার।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সব জাগয়ায় বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়ার ফলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। আর এই জলীয় বাষ্পের ফলেই ভ্যাপসা গরমও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৪ শতাংশ। উর্দ্ধমুখী