উলিয়াড়া অঞ্চল নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত উলিয়াড়া অঞ্চল নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো খেলাটি শেষ হতে কুড়ি দিন লাগবে। পরিচালনা উলিয়াড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলার স্তিমিত ফুটবল ঐতিহ্যকে পুনরায় উজ্জীবিত করার উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পশ্চিমবঙ্গ সরকারের খেলা দিবস কে মান্যতা দিয়ে বর্তমান তরুণ প্রজন্মকে এবং তাদের মধ্যে ফুটবলের উপযোগিতা শুরু বোঝাতে বাগরা কাটানা আজাদ হিন্দ ফুটবল ময়দানে।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন বিষ্ণু পুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দত্ত, উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুশান্ত মুখার্জি, রাখি গরাই, মহাদেব দে,সাহেব পেহেলবান ,সমিক পাল। উলিয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রুস্তম আলী খান পাশাপাশি বারটি ক্লাবের হাতে ফুটবল তুলে দেন।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
উল্লেখ্য, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত উলিয়াড়া অঞ্চল নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো খেলাটি শেষ হতে কুড়ি দিন লাগবে। পরিচালনা উলিয়াড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলার স্তিমিত ফুটবল ঐতিহ্যকে পুনরায় উজ্জীবিত করার উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পশ্চিমবঙ্গ সরকারের খেলা দিবস কে মান্যতা দিয়ে বর্তমান তরুণ প্রজন্মকে এবং তাদের মধ্যে ফুটবলের উপযোগিতা শুরু বোঝাতে বাগরা কাটানা আজাদ হিন্দ ফুটবল ময়দানে।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন বিষ্ণু পুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দত্ত, উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুশান্ত মুখার্জি, রাখি গরাই, মহাদেব দে,সাহেব পেহেলবান ,সমিক পাল। উলিয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রুস্তম আলী খান পাশাপাশি বারটি ক্লাবের হাতে ফুটবল তুলে দেন।