হাওড়া – রবিবার সকালেই চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায়। মুম্বই রোডের পানপুর মোড়ে ডাম্পারের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন মৃতার স্বামী ও কন্যা। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সীমা দত্ত (৩৮), ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা, বর্তমানে হাওড়ার লিলুয়ায় থাকতেন। জানা গেছে, রবিবার সকালে স্বামী মাধব দত্ত ও মেয়েকে নিয়ে বাইকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন তিনি। সেই সময় পানপুর মোড়ের কাছে তীব্র গতিতে ছুটে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, সীমাদেবীর মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। গুরুতর জখম মাধব দত্ত ও তাঁর মেয়েকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
এই মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়, তবে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




















