ফিরে দেখা ২০২১, দেশে উল্লেখযোগ্য ১০ ঘটনা । আর মাত্র এক দিন পরেই আসছে নতুন বছর। আশা–আশঙ্কার ২০২২। আশা ছিল, নতুন বছরটায় হয়তো একটু ছুটি দেবে কোভিড। আশঙ্কা ছিল, যদি না দেয়। কী হবে আর কী হবে না, সে পরের কথা। তার আগে বরং দেখে নিই আগের কথা। এই ২০২১ সালটায় ঠিক কী হল, কেমন গেল।
কোভিড টিকাকরণ: ২০১৯–এর ডিসেম্বরে চীনের ইউহানে আত্মপ্রকাশ। তার পর এক বছর ধরে প্রাণহানি, হাসপাতাল, অসুস্থতা। ২০২০ সালের শেষ দিকেই কোভিডের টিকা বাজারে আসে। ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয় টিকাকরণ। প্রথম টিকা পান কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মীরা। ক্রমে প্রবীণ নাগরিক হয়ে সবশেষে ১৮ থেকে ৪০ বছর বয়সিরা।
লালকেল্লায় তাণ্ডব: তিন কৃষি আইন প্রত্যাহার। সেই দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে দিল্লি সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। কথা ছিল, চলতি বছর ২৬ জানুয়ারি ট্রাক্টরে চেপে লালকেল্লা অভিযান করবেন। সেখানে গিয়ে তুলে ধরবেন দাবিদাওয়া। আচমকাই বিশৃঙ্খলা। লালকেল্লার মাথায় উঠে জাতীয় পতাকা নামিয়ে তুলে দেওয়া হয় নিশান সাহিব। শিখদের ধর্মীয় পতাকা। গ্রেপ্তার হন মূল অভিযুক্ত যুগরাজ সহ বহু।
কোভিডের দ্বিতীয় ঢেউ: বছরের শুরুতে সামান্য হলেও কমেছিল সংক্রমণ। তার পরেই মার্চ থেকে লাগামছাড়াভাবে বাড়তে থাকে কোভিড সংক্রমণ। ৩০ এপ্রিলে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়ায়। চলতি বছর ৪ মে দেশে মোট আক্রান্তের সংখ্যা দু’কোটির গণ্ডি পেরোয়। আর ২৩ জুন তিন কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। এর মধ্যেই হাসপাতালে চরমে পৌঁছয় অক্সিজেন সঙ্কট। দিল্লি, মুম্বই সহ বিভিন্ন বড় শহরের হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারান শয়ে শয়ে মানুষ।
পেগাসাস: সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, দেশে বিরোধী নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন আমলা, বিচারপতির ফোনে নজরদারি চালানো হয়েছে ইজরায়েলি সফটওয়ার পেগাসাসের মাধ্যমে। তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জি থেকে প্রশান্ত কিশোরের। এই সফটওয়ার প্রস্তুতকারী সংস্থা জানিয়ে দেয়, একমাত্র কোনও দেশের সরকারকেই এই প্রযুক্তি বিক্রি করা হয়। তার পরেই আঙুল ওঠে মোদি সরকারের দিকে। তুমুল হইচইয়ে ভেস্তে যায় বাদল অধিবেশন। মোদি সরকার অভিযোগ অস্বীকার করে।
আরিয়ান খানের গ্রেপ্তারি: ২ অক্টোবর রাতে গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি এনসিবি–র। আটক বেশ কয়েক জন। পরের দিন শাহরুখ–পুত্র আরিয়ান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট, মডেল–বন্ধু মুনমুন ধামিচা সহ সাত জন গ্রেপ্তার। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদক সেবন, কাছে রাখার অভিযোগ আনে এনসিবি। সেই নিয়ে শুরু হয় কাদা ছোড়াছুড়ি। গ্রেপ্তারকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী। অবশেষে ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান।
পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। শার্লিন চোপড়া, পুনম পাণ্ডেদের পর্ন ভিডিওতে অভিনয়ের টোপ দেওয়ারও অভিযোগ ওঠে। রাজ অভিযোগ অস্বীকার করেন। বলেন পর্ন ছবি তিনি বা তাঁর সংস্থা তৈরি করেনি। উত্তেজনামূলক ভিডিও তৈরির কথা স্বীকার করেন। সেপ্টেম্বরের শেষে জামিন পান রাজ।
কৃষি আইন প্রত্যাহার: ২০২০ সালে তিন বিতর্কিত কৃষি বিল পাশ করিয়ে নেয় মোদি সরকার। দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু। নভেম্বরের শেষ থেকে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালান কৃষকরা। দীর্ঘ আন্দোলনের জেরে প্রাণ হারান বহু কৃষক। কেন্দ্র সংসদে জানিয়েছে, সেই হিসেব রাখা হয়নি। শীতকালীন অধিবেশনে তিন কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ করে। বিরোধীদের অভিযোগ, নতুন বছরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনই হল কারণ। কেন্দ্রের আশ্বাসে দীর্ঘ এক বছর পর আন্দোলন প্রত্যাহার করে কৃষকরা।
আর ও পড়ুন লকডাউনের পথে এখনই হাঁটতে রাজি নয় রাজ্য সরকার, ইঙ্গিত দিলেন মমতা
জ্বালানির মূল্য: গোটা বছর ধরে মধ্যবিত্তকে নাস্তানাবুদ করেছে পেট্রোল আর ডিজেলের মূল্য। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য কমে গেলেও ভারতে ক্রমেই বেড়েছে দাম। দেশের বহু শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে জ্বালানির দাম। সারা দেশে গত ৪ নভেম্বর এক সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যথাক্রমে পাঁচ ও ১০ টাকা উৎপাদন শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়ার কারণে মূল্যহ্রাস। পরে আরও কিছু রাজ্য আলাদা ভাবে ভ্যাট কমায়।
টুইটারে পরাগ আর শ্যানেলে লীনা: বম্বে আইআইটি–র প্রাক্তনী। এর পর স্ট্যানফোর্ড থেকে পিএইচডি। টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দেন জ্যাক ডোরসে। সেই পদে এবার বসেন মুম্বইয়ের পরাগ আগরওয়াল। সত্য নাদেলা, সুন্দর পিচাই, ইন্দ্রা নুয়ির পর আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে আরও এক ভারতীয়। পরাগের প্রথম পাকা চাকরি টুইটারেই। তার আগে শিক্ষানবীশ হিসেবে কাজ করেছেন মাইক্রোসফট, ইয়াহু এবং এটি অ্যান্ড টি ল্যাবে। এ বছরই প্রসাধনী সংস্থা শ্যানেলের সিইও হয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত। নাম লীনা নায়ার। জন্ম কোলাপুরে। সং্থার প্রথম মহিলা এবং কনিষ্ঠতম সিইও তিনি।
বিপিন রাওয়াত: ৮ ডিসেম্বর তামিলনাড়ু কুন্নুরের কাছে ভেঙে পড়ে সেনার চপার। তাতে সওয়ার ছিলেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত, স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১২ জন সেনা অফিসার ও কর্মী। ওয়েলিংটনে যাচ্ছিল চপারটি। গন্তব্যের কিছু আগেই ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১৩ জনের দেহ। দিন সাতেক পর হাসপাতালে মৃত্যু হয় গ্রুপ ক্যাপ্টেনের। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন রাওয়াত। সে সময় সীমান্তে পাকিস্তানকে কড়া জবাবের নীতিকে সমর্থন করে গেছিলেন তিনি।
৬৯ বছর পর টাটার হাতে এয়ার ইন্ডিয়া: ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গোষ্ঠী। প্রায় ১৮ হাজার কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি কিনে নিলেন রতন টাটা। দরপত্র দিয়েছিল স্পাইস জেটও। কিন্তু তাদের টেক্কা দিয়ে সর্বোচ্চ দর দিয়েছে টাটা সনস্ই। নেপথ্যে অবশ্যই পুরনো আবেগ। ১৯৩০ সালে প্রথমবার টাটা সংস্থাই বিমান ওড়ায় দেশে। অবিভক্ত ভারতে মুম্বই থেকে করাচি পর্যন্ত উড়েছিল সেই বিমান। এ যাবৎ ৭০ হাজার কোটির লোকসান হয়েছে এয়ার ইন্ডিয়ার।



















