উশু চাম্পিয়নশিপে ন্যাশনাল গেমে খেলতে যাচ্ছেন,ময়নাগুড়ির দীপক

উশু চাম্পিয়নশিপে ন্যাশনাল গেমে খেলতে যাচ্ছেন,ময়নাগুড়ির দীপক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উশু চাম্পিয়নশিপে ন্যাশনাল গেমে খেলতে যাচ্ছেন,ময়নাগুড়ি দীপক। উসু চ্যাম্পিয়নশিপে ন্যাশনাল গেমে খেলতে যাচ্ছেন ময়নাগুড়ির দীপক বর্মন। দরিদ্র পরিবারের ছেলে দীপক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কথা চাউর হতে তার এলাকায় লোকজন আনন্দে মেতে উঠেছে। দীপক বর্মনের বাড়ি পেটকাটি তে। তার বাবা দিনু বর্মন শ্রমিক। তার মা মিনতি বর্মন গৃহবধু।

 

আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল গেম। ৮ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে দীপকের খেলা রয়েছে। আগামী ৩ তারিখ সে গুজরাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেখানে অনুষ্ঠিত হবে ৩৬ তম ন্যাশনাল গেম।
দীপক ২০১১ সাল থেকে প্র্যাকটিস করছে উশু নিয়ে। এর আগে রাজ্য চ্যাম্পিয়নশিপে শেষ সোনা পেয়েছিল এবং বেঙ্গল অলিম্পিকে সে সোনা পেয়েছিল। সোমবার রাতে দীপক বর্মনকে আর্থিক সহায়তা করেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস।

আরও পড়ুন – উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ

উল্লেখ্য, উসু চ্যাম্পিয়নশিপে ন্যাশনাল গেমে খেলতে যাচ্ছেন ময়নাগুড়ির দীপক বর্মন। দরিদ্র পরিবারের ছেলে দীপক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কথা চাউর হতে তার এলাকায় লোকজন আনন্দে মেতে উঠেছে। দীপক বর্মনের বাড়ি পেটকাটি তে। তার বাবা দিনু বর্মন শ্রমিক। তার মা মিনতি বর্মন গৃহবধু।
আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল গেম।

 

৮ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে দীপকের খেলা রয়েছে। আগামী ৩ তারিখ সে গুজরাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেখানে অনুষ্ঠিত হবে ৩৬ তম ন্যাশনাল গেম।
দীপক ২০১১ সাল থেকে প্র্যাকটিস করছে উশু নিয়ে। এর আগে রাজ্য চ্যাম্পিয়নশিপে শেষ সোনা পেয়েছিল এবং বেঙ্গল অলিম্পিকে সে সোনা পেয়েছিল। সোমবার রাতে দীপক বর্মনকে আর্থিক সহায়তা করেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস। উশু চাম্পিয়নশিপে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top