পুলিশি তৎপরতায় উদ্ধার উস্তির অপহৃত শিশু

পুলিশি তৎপরতায় উদ্ধার উস্তির অপহৃত শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উস্তির

পুলিশি তৎপরতায় অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার উস্তির অপহৃত শিশু। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। পুলিশ প্রশাসনে ভূমিকায় আপ্লুত খুদের  পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নং ব্লকের উস্তি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন। বয়স মাত্র ৬ বছর।

 

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নম্বর ব্লকের উস্তি থানার সংগ্রামপুরে থাকত সে। বুধবার সন্ধ্যার সময় টিউশন পড়তে গিয়েছিল ইয়াসিন । তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। খোঁজখবর নেওয়া হয় এলাকায়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি ক্ষুদের। এভাবেই দুশ্চিন্তায় কেটে যায় বুধবার।

 

এরপর মুক্তি পণ চেয়ে পরিবারের কাছে একটি ফোন আসে। তখনই শিশুর পরিবার উস্থি থানার পুলিশের দারস্থ্য হয়। বুধবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। এদিকে মুক্তিপণ চেয়ে ফোন যায় ইয়াসিনের বাবার কাছে। ফলে তারা বুঝে যান, অপহরণ করা হয়েছে ইয়াসিনকে।

 

আর ও পড়ুন    দিল্লির পর পাঞ্জাবে বিপুল ভোটে জয়লাভ আম আদমি পার্টির

 

ইয়াসিনের পরিবারের অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে-র নেতৃত্বে শুরু হয় অভিযান। যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল, সেটিকে ট্র্যাক করে জয়নগরে পৌঁছন তদন্তকারীরা ,তারপর জয়নগর থানার আই সি অতনু সাঁতরা সহ বারুইপুর পুলিশ জেলার পুলিশের একটি বিশেষ দল এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার দল যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই ক্যানিং থেকে উদ্ধার করে ইয়াসিনকে।

 

এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। শুক্রবার সকালে শিশুটির পরিবারের হাতে তুলে দেন ডায়মন্ড হারবারের এস ডি পিও মিতুন কুমার দে। অর্থের কারণেই এই অপহরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top